শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমানে ব্রেকে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন ২০০ আরোহী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলনগরে মেঘনার ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

আমজাদ হোসেন আমু, কমলনগর (লক্ষ্মীপুর): মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে  কমলনগরে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১১ টায় কমলনগরের মেঘনা নদীর পাড়ের ক্ষতিগ্রস্ত এলাকায় মানবববন্ধ করা হয়। ‘কমলনগর বাঁচাও মঞ্চ’ এ আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক আবদুল মতলব, ‘কমলনগর বাঁচাও মঞ্চ’র আহবায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার পলোয়ান, আবদুল হাসেম প্রমুখ।

এর আগেও বিভিন্ন সময় কমলনগর নদীভাঙন প্রতিরোধ কমিটি, কমলনগর সুরক্ষা ফোরাম, কমলনগর ক্লাব সহ বিভিন্ন সংগঠন নদী ভাঙন প্রতিরোধে কার্যকর প্রদক্ষেপ গ্রহণে মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে। তাতে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

মেঘনা নদীভাঙন রোধে রামগতি ও কমলনগর এলাকায় বাঁধ নির্মাণে এক হাজার ৩৫০ কোটি টাকা অনুমোদন করে একনেক। ২০১৪ সালের ৫ আগস্ট প্রথম পর্যায়ে ১৯৮ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হয়। প্রথম পর্যায়ের বরাদ্দকৃত টাকায় রামগতিতে ১ কিলোমিটার, আলেকজান্ডারে সাড়ে ৩ কিলোমিটার ও কমলনগরে ১ কিলোমিটার বাঁধ বাস্তবায়ন করা হয়। কিন্তু কমলনগর রক্ষায় মাত্র ১ কিলোমিটার বাঁধ যথেষ্ট নয়।, প্রয়োজন অন্তত আরও ৮ কিলোমিটার। দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে মানববন্ধন করে এলাকাবাসী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়