শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমানে ব্রেকে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন ২০০ আরোহী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামপুরায় শো রুমের তালাভেঙ্গে ২ কোটি টাকার মালামাল লুট

মাসুদ আলম : রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় ‘ষ্টে ইন স্টাইল’ নামে একটি শোরুমের তালাভেঙ্গে ২ কোটি টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার রাতে শো রুমটির মালিক আবির খান বাদি হয়ে সাইফুল ইসলাম টিটুকে আসামি করে রামপুরা থানায় একটি মামলা করেন।

আবির খান বলেন, গত বছরের ১ মার্চ বনশ্রী ডি ব্লকের ৫ নম্বর রোডের ১২ নম্বর বাড়ির নিচতলা দোকানের জন্য ভাড়া নেন। বাড়ি মালিক হারুনুর রশিদ বিদেশে থাকায় বাড়িটি দেখাশুনার দায়িত্বে ছিল তারই শ্যালক সাইফুল ইসলাম টিটু। তার কাছ থেকে ৪০ হাজার টাকা ভাড়ায় দোকানটি ৫ বছরের চুক্তিতে নেওয়া হয়। বায়না বাবদ তাকে আট লাখ টাকা দেওয়া হয়। ভাড়া নেওয়ার কিছুদিন পর থেকে শো রুমটি ছেড়ে দেওয়ার জন্য নানা ভাবে তাকে ও তার কর্মচারিকে হুমকি দিয়ে আসছিল টিটু। দোকান খুলতে গেলে টিটু ও তার স্ত্রী বাধা দিতো। রোববার তিনি শোরুমে গিয়ে জানতে পারেন টিটুসহ ৩/৪ জন শোরুমের তালাভেঙ্গে ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শো রুমে প্রসাধনী, জামা কাপড় ও জুতা বিক্রি করা হতো। তার সাইনবোর্ড খুলে ক্যাফে বার্গার নামে একটি সাইনবোর্ড লাগানো হয়। শো রুমটির নিয়মিত ভাড়া দিতেন আবির। শো রুমটিতে ৪০ লাখ টাকার ডেকারেশন করা হয়।

রামপুরা থানার ওসি কুদ্দুস ফকির বলেন, এ ঘটনায় ভুক্তভোগি আবির একটি মামলা করেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়