শিরোনাম
◈ পিআর পদ্ধতির দাবিকে ঘিরেই কী আসছে নতুন নির্বাচনি সংকট ◈ নিরপেক্ষতা ও শৃঙ্খলার ভিত্তিতে সেনা পদোন্নতির পরামর্শ প্রধান উপদেষ্টার ◈ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গম আমদানি চুক্তি ◈ ফোনে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন সেনাপ্রধান ◈ ‘৪০ বছরের ব্যবসা জীবনে মার্কিন শুল্ক আরোপের এমন সংকট আর আসেনি’ ◈ বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক ◈ দণ্ডিত কাস্টমস কর্মকর্তা পুনর্বহাল, বিভাগীয় শাস্তি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে দেওয়া হচ্ছে বাংলাদেশের অবস্থানপত্র ◈ প্রেমিককে প্রকাশ্যে আনলেন ভার‌তের ক্রিকেটার স্মৃতি মান্ধানা ◈ হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০৭:০৭ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিস বন্ধে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ

ফাতেমা ইসলাম : দুই ভাইয়ের দ্বন্ধে দু’সপ্তাহ ধরে বন্ধ ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিসের একাংশ। ভারতীয় অংশের দুই অপারেটরের একজনের টাকা বাকি থাকায় দুটি বাস চলাচল স্থগিত করেছে পশ্চিমবঙ্গ সরকার। এতে দুর্ভোগে পড়ছে যাত্রীরা। বিআরটিসি বলছে শিঘ্রই এই সেবা চালু করতে চেষ্টা করছেন তারা। চ্যানেল ২৪

গত ১৯ মার্চ কলকাতা থেকে ছেড়ে আসা এই ঢাকাগামী বাসটি টেটরাপোল বন্দরেই আটকে দেয় পশ্চিমবঙ্গ সরকার। অভিযোগ, বাকি পড়েছে লিজের টাকা। আপন দুই ভাই অবনি ঘোষ ও অরুন ঘোষ আগে ভারতীয় অংশে একসাথে করলেও সম্প্রতি তারা আলাদা পারমিটে বাস পরিচালনা করছেন। অরুন ঘোষ লিজের টাকা দিতে না পারায় পশ্চিমবঙ্গ সরকার তার বাস চলাচল স্থগিত করে। ফলে দুর্ভোগে পড়েছে এই রুটের যাত্রীরা। টেলিফোনে অরুন ঘোষ স্বীকার করেছেন এই পরিস্থিতির কথা।
বাংলাদেশে আন্তর্জাতিক রুটের বাস চলাচলে দেখভালের দায়িত্বপ্রাপ্ত সরকরি সংস্থা বিআরটিসি বলছে, তারা বিষয়টি দেশীয় অপারেটরদের কাছ থেকে শুনে সংশ্লিষ্টদের জানিয়েছেন। যদিও চ্যানেল ২৪ এর হাতে আসা একটি চিঠি বলছে পশ্চিমবঙ্গ সরকার থেকে আনুষ্ঠানিক ভাবেই বিআরটিসিকে এই বাস বন্ধের কথা জানানো হয়েছিলো।

বিআরটিসি’র চেয়ারম্যান বলেন, আনঅফিসিয়ালি যেটা জেনেছি, তাদের ইলেকশনের জন্য সাসপেন্ড রেখেছে। এটা যদি সত্য হয় তাহলো হয়তো ইলেকশন পর্যন্ত এটা দির্ঘায়িত হতে পারে। আমি ইতোমধ্যে হাইকমিশনের অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছি। এটা যেন তাড়াতাড়ি সমাধান করা হয়।  বাসটি বন্ধের সুযোগ নিচ্ছে একটি দেশীয় অপারেটর। তারা সরাসরি সার্ভিসের টিকেটের দাম নিলেও সীমান্তে বাস পাল্টাতে হচ্ছে যাত্রীদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়