শিরোনাম
◈ পিআর পদ্ধতির দাবিকে ঘিরেই কী আসছে নতুন নির্বাচনি সংকট ◈ নিরপেক্ষতা ও শৃঙ্খলার ভিত্তিতে সেনা পদোন্নতির পরামর্শ প্রধান উপদেষ্টার ◈ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গম আমদানি চুক্তি ◈ ফোনে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন সেনাপ্রধান ◈ ‘৪০ বছরের ব্যবসা জীবনে মার্কিন শুল্ক আরোপের এমন সংকট আর আসেনি’ ◈ বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক ◈ দণ্ডিত কাস্টমস কর্মকর্তা পুনর্বহাল, বিভাগীয় শাস্তি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে দেওয়া হচ্ছে বাংলাদেশের অবস্থানপত্র ◈ প্রেমিককে প্রকাশ্যে আনলেন ভার‌তের ক্রিকেটার স্মৃতি মান্ধানা ◈ হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০১:৪৬ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-কোলকাতা পর্যটকবাহী জাহাজ পরিচালনায় বেসরকারি উদ্যোক্তা খোঁজা হচ্ছে, জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

তরিকুল সুমন : কলকাতা থেকে পর্যটকবাহী জাহাজ ‘ আরভি বেঙ্গল গঙ্গা’ আজ বিকাল ৫ টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের পাগলাস্থ মেরিএন্ডারসন জেটিতে পৌঁছেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জাহাজের অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় তার সঙ্গে বাংলাদেশস্থ ভারতের হাইকমিশনার রীভা দাস গাঙ্গুলীসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস উপস্থিত ছিলেন।

পর্যটবদের অভ্যর্থনা শেষে নৌ-প্রতিন্ত্রী সাংবাদিকদের জানান, এ নৌ সার্ভিসের মধ্য দিয়ে নতুম মাত্রা যুক্ত হলো। আমরা চাই এ সার্ভিস বন্ধ না হোক। এ জন্য আমারা বেরসকারি প্রতিষ্ঠানের খোঁজ করছি। এর মধ্য দিয়ে দু দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর হবে। আমরা ভুটানের সঙ্গেও যাত্রীবাহী নৌ সার্ভিসের চেষ্টা করছি।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা চাই পর্যটকবাহী জাহাজ যে সব জায়গায় বা ঘাটে ভিরবে সেসব জেটি বা ঘাটের আধুনিকায়ন করে আন্তর্জাতিক মানের করা হবে।
বাংলাদেশস্থ ভারতের হাইকমিশনার রীভা দাস গাঙ্গুলী বলেন, এটি একটি ভালো সূচনা। এর মধ্যে দিয়ে ভারত ওবাংলাদেশের মানুষ নদী ওসামুদ্র ভ্রমণের সুযোগ পাবেন। আমারা আশা করি এ পর্যটকবাহী জাহাজ চালাচলের মাধ্যমে এই সেক্টরে একটি ভালো ও শক্তিশালি কাঠামো তৈরি হবে। উভয় দেশ ই সুবিধা নিতে পারবে। এক দেশের মানুষ অন্য দেশের মানুষ ও কৃষ্টি কালচার সম্পর্কে জানতে পাবরে। এ সব যাত্রীদের ভিসা আরো সহজ করা হবে বলেও তিনি জানান।

গত ২৯ মার্চ কলকাতা থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। ৩০ মার্চ খুলনার আংটিহারা বন্দরে জাহাজটি কাস্টম ও ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বাংলাদেশে প্রবেশ করে। মোংলা, বরিশাল, চাঁদপুর ও নারায়ণগঞ্জ হয়ে পাগলাস্থ মেরিএন্ডারসন জেটিতে নোঙ্গর করে।

জাহাজটিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও অস্ট্রেলিয়ার ৬ জন পর্যটকসহ ১৯ জন যাত্রী এবং ৩০ জন ক্রু রয়েছ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়