শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০১:১৭ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি একাদশ, যার মূল্য ১১ হাজার কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের সব পজিশনের দামি খেলোয়াড় যদি একদলে খেলতেন, তাহলে? সেই কোচের মতো ভাগ্যবান কে-ই বা হতেন। এমনই একটি দল তৈরি করেছে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’। বিশ্বের দামি খেলোয়াড়দের একসঙ্গে রেখে তারা সাজিয়েছে একাদশে। ট্রান্সফার মার্কেটে যে একাদশের দাম ১.১৫৯ বিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ১০ হাজার ৯৬৩ কোটি টাকা মাত্র!

রোনালদো, নেইমার, কৌতিনিয়ো পগবা রয়েছেন ৩-৪-৩ ছকে সাজানো এই একাদশে। যেখানে নতুন যোগ দিয়েছেন দিন-দুয়েক আগে অ্যাতলেতিকো থেকে ৮০ মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখে নাম লেখানো লুকা এরনন্দেজ।

তবে লিওনেল মেসি নেই বিশ্বের সবচেয়ে দামি একাদশে। থাকার কথাও নয়। কারণ ছোট্টবেলায় ফ্রি ট্রান্সফারে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যোগ দেওয়ার পর আর্জেন্টাইন ফরোয়ার্ড যাননি কোথাও। একাদশটি সাজানো হয়েছে যেহেতু ট্রান্সফারের অঙ্কের ওপর ভিত্তি করে, তাই মেসির না থাকাটাই স্বাভাবিক।

বিশ্বের দামি একাদশে সবচেয়ে বেশি চার খেলোয়াড় ফ্রান্সের। এছাড়া ব্রাজিল ও নেদারল্যান্ডের দুজন, আর একজন করে আছে কলম্বিয়া, স্পেন ও পর্তুগালের।

গোলরক্ষক : ৩-৪-৩ ছকে সাজানো একাদশে গোলবারের নিচে রয়েছেন কেপা আরিসাবালাগা। গত গ্রীষ্মে অ্যাথলেতিক বিলবাও থেকে ৮০ মিলিয়ন ইউরোতে এই স্প্যানিশ গোলরক্ষককে কিনেছে চেলসি।

ডিফেন্ডার : বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হয়ে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছেন ফন ডিক। ২০১৮ সালের জানুয়ারিতে ৮৫ মিলিয়ন ইউরোতে ডাচ ডিফেন্ডারকে কিনেছে অলরেডস। রক্ষণভাগে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় এখন লুকা এরনন্দেজ। অ্যাতলেতিকো থেকে ৮০ মিলিয়ন ইউরোতে এই ফরাসি আসেন বায়ার্নে। তৃতীয় দামি ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে।

মিডফিল্ডার : মাঝমাঠের সবার আগে নামটা আসবে কৌতিনিয়োর। ২০১৮ সালের জানুয়ারিতে লিভারপুল থেকে ১২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়েছেন তিনি। পরের জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেডের ১০৫ মিলিয়ন ইউরোর পল পগবা। কৌতিনিয়ো ও পগবার চেয়ে দাম অনেকটা কম হলেও মাঝমাঠে তাদের সঙ্গী ফ্রেঙ্কি ডি ইয়ং ও হামেস রোদ্রিগেস।

আক্রমণভাগে রয়েছেন সময়ের সেরা তিন তারকা ফরোয়ার্ড। ২০১৭ সালের গ্রীষ্মে বার্সেলোনা থেকে বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পাড়ি দেন পিএসজিতে। একই সময় মোনাকো থেকে ১৩৫ মিলিয়ন ইউরোতে এমবাপেকে কিনে আনে পিএসজি। তাদের সঙ্গে আক্রমণভাগকে আরও ধারালো করেছেন রোনালদো। গত গ্রীষ্মেই তিনি রিয়াল থেকে ১১৭ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছেন জুভেন্টাসে।

একাদশ : কেপা (গোলরক্ষক) লুকা এরনন্দেজ, ভারগিল ফন ডিক, আইমেরিক লাপোর্তে (ডিফেন্ডার) ফিলিপে কৌতিনিয়ো, পল পগবা, ফ্রেঙ্কি ডি ইয়ং, হামেস রদ্রিগেজ (মিডফিল্ডার) নেইমার, ক্রিস্তিয়ানো রোনালদো, কাইলিয়ান এমবাপে (ফরোয়ার্ড)।

বেঞ্চ : এদের বাইরে আরও খেলোয়াড় আছেন, যাদের ইউরোর ঝনঝনানিতে দলে ভিড়িয়েছে ক্লাবগুলো। এরপরও তাদের জায়গা হয়েছে বেঞ্চে। যেখানে আছে উসমান দেম্বেলে, গ্যারেথ বেল, গঞ্জালো হিগুয়েইন, জিনেদিন জিদান, অ্যাঞ্জেল ডি মারিয়া, বেঞ্জামিন মেন্দি এবং আলিসন। মার্কা/বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়