শিরোনাম

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৯:১৭ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দু’দেশের মধ্যে চলাচলরত উড়োজাহাজে সশস্ত্র স্কাই মার্শাল নিয়োগ প্রস্তাব ভারতের, সত্যতা স্বীকার বাংলাদেশ এভিয়েশনের, প্রতিমন্ত্রীর অজানা

মঈন মোশাররফ : বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত ভারতীয় উড়োজাহাজে নিজস্ব সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ করতে চায় ভারত। ভারতীয় দূতাবাস গত ১০ মার্চ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে উড়োজাহাজের ভেতরে সশস্ত্র স্কাই মার্শাল নিয়োগের ইচ্ছার কথা জানায়। তারা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকেও চিঠির একটি অনুলিপি দিয়েছে। ডয়চে ভেলে

এ প্রসঙ্গে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান শনিবার ডয়চে ভেলেকে বলেন, এয়ারলাইন্সগুলো চাইলে তাদের উড়োজাহাজে আলাদা সশস্ত্র নিরাপত্তারক্ষী রাখতে পারে। এটা নিয়মের মধ্যেই আছে। শুধু প্রয়োজনীয় অনুমোদন নিতে হয়। আমরা ভারতীয় দূতাবাসের মাধ্যমে চিঠি পেয়েছি । বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে। তারপরই সিদ্ধান্ত নেয়া হবে যে, অনুমোদন দেয়া হবে কিনা।

এদিকে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ভারতীয় দূতাবাস তাদের উড়োজাহাজে সশস্ত্র স্কাই মার্শাল নিয়োগের কোনো প্রস্তাব দিয়েছে কিনা, তা আমার জানা নেই । তবে আমাদের বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়