শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমানে ব্রেকে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন ২০০ আরোহী

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯, ০৮:২৭ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০১৯, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরাজনীতিকরণের উর্ধ্বে উঠে আর্দশ চিন্তা ধারার শক্তিকে প্রস্ফুটিত করতে হবে, বললেন অধ্যাপক গোলাম রহমান

মোহাম্মদ মাসুদ :২) সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান বলেন, অতিরাজনীতিকরণের উর্ধ্বে উঠতে বিশ্ব বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন দলমত, আর্দশ রাজনৈতিক চিন্তা ধারার শক্তিকে প্রস্ফুটিত করে তাদের সহাঅবস্থানকে মেনে নিতে হবে।

৩) শনিবার ডিবিসির সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে তিনি বলেন, ঐতিহাসিকভাবে দৃৃশ্যমান ডাকসু নির্বাচন বিশ্ব বিদ্যালয়ের প্রতিনিধিত্বশীল কার্যক্রমের পাশাপাশি সমগ্রজাতিকে নেতৃত্ব দেয়। গণতান্ত্রিক চর্চায় এবং অধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বিষয়। ছাত্র রাজনীতি কিংবা জাতীয় সংকটের সময় বিশ্ব বিদ্যালয় গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে এক ধরনের ভূমিকা রেখেছে।

৪) গোলাম রহমান বলেন, বর্তমানে রাজনীতি এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে একটি ছাত্র প্রতিষ্ঠানও নিজেদের অস্তিত্ব বলতে শুধু রাজনীতিকে বুঝাতে চায়। যারা ছাত্র রাজনীতি করেন তাদের মধ্যে এক ধরনের ব্যবসায়িক মনোভাব তৈরি হয়ে গেছে। এ মনোভাবের ত্যাগ না করলে সত্যিকার অর্থে ছাএদের দাবি-দাওয়া, কল্যাণ কখনোই চিন্তা সম্ভব নয়। এটা ঠিক নয়। ছাত্র প্রতিনিধিরা সকল শিক্ষার্থীদের অধিকার আদয়ে কাজ করবে।

৫) তিনি আরো বলেন, বিশেষ করে বিশ্ব বিদ্যালয়গুলোতে দীর্ঘ সময় একদলীয় রাজনীতির বহিঃপ্রকাশ ঘটেছে। সেখানে অন্য দলের রাজনীতির সীমিত সুযোগ ছিলো। এ সীমাবদ্ধতা কাটিয়ে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান সুষ্ঠভাবে পরিচালনার জন্য ছাত্র ছাত্রীদের প্রত্যাশিত দাবি, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পড়াশুনার মান উন্নয়ন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়