শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৮:২৪ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট দলের সবাই সুস্থ আছেন হোটেলে ফিরে গেছেন, তারা খুবই সৌভাগ্যবান, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী

হ্যাপি আক্তার : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একাধিক মসজিদে হামলার ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তবে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশের ক্রিকেট দল সেখানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি। আজ শুক্রবার দুপুর ১২টায় সিলেটের এম এ জি ওসমানী বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের এই হামলায় প্রবাসী এক বাংলাদেশি নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আপনারা দোয়া করুন, আর কোনো প্রবাসী বাংলাদেশি যেন মৃতদের তালিকায় না থাকে।

বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিরাপত্তাজনিক কোনো সতর্কবার্তা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী তৎপরতা আগে থেকে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। আমাদের এখানে যেমন হলি আর্টিজান হামলা হয়েছিল। আমরা কি এ ধরনের হামলা কল্পনাও করেছি? শেষ পর্যন্ত এটি একটি দুর্ঘটনা। এ সম্পর্কে আগে থেকে কোনো তথ্য আমরা পাইনি। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরো বলেন, আমরা জিরো টলারন্স ঘোষণা করে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেছি। আমাদের এখানে জঙ্গি-সন্ত্রাস নেই। কিন্তু যারা নিজেদের সন্ত্রাসমুক্ত দেশ দাবি করে থাকে, তাদের দেশগুলোতেই প্রায়ই এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে থাকে। এটা খুব দুঃখজনক।

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের ক্রিকেট দলের সবাই সুস্থ আছেন। তারা হোটেলে ফিরে গেছেন। তারা খুবই সৌভাগ্যবান (লাকি) যে মসজিদে ঢোকার আগেই এই দুর্ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়