শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৮:২৪ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট দলের সবাই সুস্থ আছেন হোটেলে ফিরে গেছেন, তারা খুবই সৌভাগ্যবান, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী

হ্যাপি আক্তার : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একাধিক মসজিদে হামলার ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তবে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশের ক্রিকেট দল সেখানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি। আজ শুক্রবার দুপুর ১২টায় সিলেটের এম এ জি ওসমানী বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের এই হামলায় প্রবাসী এক বাংলাদেশি নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আপনারা দোয়া করুন, আর কোনো প্রবাসী বাংলাদেশি যেন মৃতদের তালিকায় না থাকে।

বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিরাপত্তাজনিক কোনো সতর্কবার্তা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী তৎপরতা আগে থেকে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। আমাদের এখানে যেমন হলি আর্টিজান হামলা হয়েছিল। আমরা কি এ ধরনের হামলা কল্পনাও করেছি? শেষ পর্যন্ত এটি একটি দুর্ঘটনা। এ সম্পর্কে আগে থেকে কোনো তথ্য আমরা পাইনি। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরো বলেন, আমরা জিরো টলারন্স ঘোষণা করে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেছি। আমাদের এখানে জঙ্গি-সন্ত্রাস নেই। কিন্তু যারা নিজেদের সন্ত্রাসমুক্ত দেশ দাবি করে থাকে, তাদের দেশগুলোতেই প্রায়ই এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে থাকে। এটা খুব দুঃখজনক।

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের ক্রিকেট দলের সবাই সুস্থ আছেন। তারা হোটেলে ফিরে গেছেন। তারা খুবই সৌভাগ্যবান (লাকি) যে মসজিদে ঢোকার আগেই এই দুর্ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়