শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০২:০০ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মাত্র ৯ শতাংশ শিশু পুষ্টিকর খাবার পায়

নূর মাজিদ : ভারতে ৬ থেকে ২৪ মাস বয়সী শিশুদের মাত্র ৯ শতাংশ পরিমিত পুষ্টিকর খাবার পায়। দেশটির একজন শীর্ষ সরকারি উপদেষ্টা গত বুধবার একথা জানান। আলোক কুমার কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত উন্নয়ন উপদেষ্টা সংস্থা নীতি আয়োগের একজন শীর্ষ উপদেষ্টা । গত বুধবার ইউনিসেফ আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ভারতের শিশুপুস্টি খাতের দূর্দশা তুলে ধরেন।

এসময় তিনি বলেন, ‘ভারতের এক-তৃতীয়াংশ শিশু অপুষ্টির শিকার হয়ে সঠিকভাবে বেড়ে উঠতে পারেনা। ফলে তাদের অনেকেই মারাত্মক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে, শিশুপুষ্টি নিয়ে আমাদের দেশে ব্যাপক জন-সচেতনতার অভাব রয়েছে। এই ধরণের প্রবনতা পরিবর্তন করতে হলে প্রত্যেক ঘরে ঘরে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ মাত্র ৯ শতাংশ শিশু পরিমিত পুষ্টিকর খাবার পাচ্ছে।’

এই অবস্থা পরিবর্তনে দেশের বেসরকারি খাতকে পরীক্ষামূলক প্রকল্প এবং সুলভমূল্যে পুষ্টিকর শিশুখাদ্য সরবরাহের উদ্যোগ নেয়ার আহব্বান জানান তিনি। ইউনিসেফের যে অনুষ্ঠানে আলোক কুমার বক্তব্য দেন তার আয়োজক ছিল টাটা ট্রাস্ট, সাইট অ্যান্ড লাইফ, সিএসআরবক্স এবং ন্যাসকম ফাইন্ডেশন। তারা ইউনিসেফের সঙ্গে যৌথভাবে ‘ই¤প্যাক্ট ফর নিউট্রিশন’ নামক এই অনুষ্ঠান আয়োজন করে। যার লক্ষ্য ভারতের অপুষ্টি সমস্যা দূর করা।

অনুষ্ঠানে ভারতে নিযুক্ত ওআইসির সরকারি প্রতিনিধি আরজান ডি ওয়াক্ট বলেন, আমি শ্রী কুমারের সঙ্গে একমত পোষণ করি। ভারতের বেসরকারি খাত অনেক শক্তিশালী। তাদের অসংখ্য কর্মী এবং অবকাঠামো রয়েছে। তাই তারা উদ্যোগ নিলে (পুষ্টি) পরিস্থিতির ব্যাপক উন্নতি হবে।

বিজনেস ষ্ট্যা-ার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়