শিরোনাম
◈ বড় সুখবর পেলেন প্রবাসীরা ভোটার হওয়া নিয়ে  ◈ বিনিয়োগবান্ধব বাজেট আসছে, অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার প্রস্তাব ◈ রৌমারীতে পাহাড়ি ঢলে সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ ◈ পাকিস্তানকে নরক বলে বিতর্কের ঝড় তুললেন জাভেদ আখতার ◈ অভিনয়ের জন্য হয়রানি? নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন ◈ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগে সার্চ কমিটি ◈ ভারতের নিষেধাজ্ঞায়  প্রথম দিনেই রফতানি কমেছে ৬০ শতাংস ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে আ‌রো এক‌টি ম্যাচ বাড়‌লো ◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ◈ আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০২:৪৩ রাত
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক-জঙ্গিবাদমুক্ত আত্মপ্রত্যয়ী তারুণ্যই আগামীর বাংলাদেশ বির্নিমাণ করবে

মাহফুজ নান্টু: মাদকমুক্ত-জঙ্গিবাদমুক্ত আত্মপ্রত্যয়ী তরুণরাই আগামীর তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণ করতে পারবে। তবে তার আগে মাদক ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে হবে। অন্যথায় যে স্বপ্নে এগিয়ে চলছে দেশ তা বাস্তবায়ন সম্ভব হবে না। জাগো ফাউন্ডেশন ও ডেমেক্রেসি ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যেগে আয়োজিত কুমিল্লা পুরাতন জেলা পরিষদের মিলনায়তনে তারুণ্যর অগ্রাধিকার বিষয়ক সংলাপে আমন্ত্রিত অতিথিবৃন্দ এমন বক্তব্য রাখেন।

সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত সংলাপে বিভিন্ন পেশাশ্রেনীর মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রানবন্ত করে তুলে। সংলাপে তরুণদেরকে মাদক ও জঙ্গিবাদমুক্ত রাখার আহবান করা হয়। অন্যথায় তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণ অসম্ভব হবে।
ভলোন্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি সাইফ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি আলী আকবর মাসুম, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষিকা কোহিনুর বেগম, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী যুব মহিলা লীগের আহবায়ক নাসিমা আক্তার পুতুল, যুগ্ম আহবায়ক মনোয়ারা বেগম সাকি, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার মুন্নি, বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য হাসনেয়ারা বেগম হাসি, সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ্ মুজিবুল হক, রোটারিয়ান সুলতানুল আরেফিন,বিশিষ্ট্য ব্যবসায়ী মনজুরুল আলম ভূইয়া।

সংলাপে সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের কুমিল্লার বার্তা সম্পাদক মহিউদ্দিন মোল্লা, সাংবাদিক হালিম সৈকত, দৈনিক আজকের কুমিল্লার সিনিয়র ডেস্ক ইনচার্জ সালমা সরকার চৈতি। উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সুফিয়ান রাসেল, মামুনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়