শিরোনাম
◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিট ইস্যুতে নাটকীয় মোড়, আবার গণভোট চাইবে লেবার পার্টি

সালেহ্ বিপ্লব : নাটকীয় মোড় নিয়েছে ব্রেক্সিট, আবারো গণভোটের দাবি তোলার জোরালো আভাস দিয়েছে লেবার পার্টি। লেবার নেতা জেরেমি করবিন দলের এমপিদের বলেছেন, ব্রেক্সিট চুক্তির ব্যাপারে লেবার পার্টি যে প্রস্তাব দিয়েছে, বুধবার তা প্রত্যাখাত হলে দ্বিতীয় দফা গণভোটের দাবি তোলা হবে। থেরেসা মে’র ক্ষতিকর ব্রেক্সিট চুক্তি রুখে দিতে লেবার পার্টি বদ্ধপরিকর, এমনই বলেছেন করবিন ও তার দলের অন্য নেতারা। বিবিসি

জেরেমি করবিনের এ সিদ্ধান্তকে ব্রেক্সিট ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন বিবিসি’র ভিকি ইয়ং। কারণ একদিন আগেও দ্বিতীয় গণভোটের ব্যাপারে সিদ্ধান্তহীন করবিনের নিস্ক্রিয়তা ছিলো আলোচনার বিষয়। তবে গণভোটের প্রস্তাবে কী থাকবে, তা এখনো স্পষ্ট করেনি লেবার পার্টি। এ ব্যাপারে জানতে চাইলে পার্টির একজন মুখপাত্র বলেন, ‘আমরা আপাতত এটুকুই বলেছি, টরি পার্টির ক্ষতিকর ব্রেক্সিট প্রস্তাব রুখতে আমরা গণভোট চাইবো।’

উল্লেখ্য, আগামীকাল বুধবার লেবার পার্টির পক্ষ থেকে হাউস অব কমন্সে ব্রেক্সিটের ব্যাপারে সংশোধিত প্রস্তাব উত্থাপন করা হবে।

এদিকে এখন পর্যন্ত থেরেসা মে’র যে অবস্থান, তাতে আগামী ২৯ মার্চ ব্রেক্সিট চুক্তি কার্যকর করে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসবে ব্রিটেন। প্রধানমন্ত্রী থেরেসা মে আজ ব্রেক্সিট আলোচনার সর্বশেষ সম্পর্কে হাউস অব কমন্সকে অবহিত করবেন। তিনি এরই মধ্যে বলেছেন, পূর্ব নির্ধারিত তারিখ ২৯ মার্চেই ব্রেক্সিট কার্যকর করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়