শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিট ইস্যুতে নাটকীয় মোড়, আবার গণভোট চাইবে লেবার পার্টি

সালেহ্ বিপ্লব : নাটকীয় মোড় নিয়েছে ব্রেক্সিট, আবারো গণভোটের দাবি তোলার জোরালো আভাস দিয়েছে লেবার পার্টি। লেবার নেতা জেরেমি করবিন দলের এমপিদের বলেছেন, ব্রেক্সিট চুক্তির ব্যাপারে লেবার পার্টি যে প্রস্তাব দিয়েছে, বুধবার তা প্রত্যাখাত হলে দ্বিতীয় দফা গণভোটের দাবি তোলা হবে। থেরেসা মে’র ক্ষতিকর ব্রেক্সিট চুক্তি রুখে দিতে লেবার পার্টি বদ্ধপরিকর, এমনই বলেছেন করবিন ও তার দলের অন্য নেতারা। বিবিসি

জেরেমি করবিনের এ সিদ্ধান্তকে ব্রেক্সিট ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন বিবিসি’র ভিকি ইয়ং। কারণ একদিন আগেও দ্বিতীয় গণভোটের ব্যাপারে সিদ্ধান্তহীন করবিনের নিস্ক্রিয়তা ছিলো আলোচনার বিষয়। তবে গণভোটের প্রস্তাবে কী থাকবে, তা এখনো স্পষ্ট করেনি লেবার পার্টি। এ ব্যাপারে জানতে চাইলে পার্টির একজন মুখপাত্র বলেন, ‘আমরা আপাতত এটুকুই বলেছি, টরি পার্টির ক্ষতিকর ব্রেক্সিট প্রস্তাব রুখতে আমরা গণভোট চাইবো।’

উল্লেখ্য, আগামীকাল বুধবার লেবার পার্টির পক্ষ থেকে হাউস অব কমন্সে ব্রেক্সিটের ব্যাপারে সংশোধিত প্রস্তাব উত্থাপন করা হবে।

এদিকে এখন পর্যন্ত থেরেসা মে’র যে অবস্থান, তাতে আগামী ২৯ মার্চ ব্রেক্সিট চুক্তি কার্যকর করে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসবে ব্রিটেন। প্রধানমন্ত্রী থেরেসা মে আজ ব্রেক্সিট আলোচনার সর্বশেষ সম্পর্কে হাউস অব কমন্সকে অবহিত করবেন। তিনি এরই মধ্যে বলেছেন, পূর্ব নির্ধারিত তারিখ ২৯ মার্চেই ব্রেক্সিট কার্যকর করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়