শিরোনাম
◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০১ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিতরা সংসদে যোগ দিয়েছেন

আসাদুজ্জামান সম্রাট : একাদশ সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে যোগ দিয়েছেন। গত ২০ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর  রবিবার তারা অধিবেশনে যোগ দেন। চারদিন বিরতির পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল পৌণে পাঁচটার দিকে অধিবেশন শুরু হওয়ার আগেই সংরক্ষিত আসনে নবনির্বাচিত এমপিরা নিজ নিজ আসন গ্রহণ করেন।

অধিবেশনে মাগরিবের নামাজের বিরতি দেওয়ার আগে স্পিকার শিরীন শারমিন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আজকের বৈঠকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি, সংসদীয় কার্যক্রমে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং তাদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে সংসদ আরও কার্যকর ও প্রাণবন্ত হবে।’ এসময় সংসদে উপস্থিত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সংরক্ষিত আসনের এমপিদের স্বাগত জানান।

এর আগে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের স্বাগত জানান।

৫০টি সংরক্ষিত আসনের মধ্যে এখন পর্যন্ত নির্বাচিত হয়েছেন ৪৯ জন। এরমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩, জাপার ৪, ওয়াকার্স পার্টির ১ এবং স্বতন্ত্র ১ জন মহিলা এমপি রয়েছেন। এরমধ্যে এবার একুশে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তফাও রয়েছেন। বাকি একটি আসন পাবে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আটজন সংসদ সদস্য এখনও শপথ নেননি, সংরক্ষিত মহিলা আসনে ঐক্যফ্রন্ট কাউকে মনোনয়নও দেয়নি।

এদিকে, অধিবেশন শুরুর আগে সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের অনেককেই দেখা গেছে নিজের আসনে বসে, দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলতে। কেউ কেউ গ্রুপে ছবিও তোলেন, ছবি তুলতে সাহায্য করেন অধিবেশন কক্ষে দায়িত্ব পালনকারী সংসদ সচিবালয়ের স্টাফরা। অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির সময় আওয়ামী লীগের নোনয়নে সংরক্ষিত আসনের মহিলা এমপিদের বেশ ক’জন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পা ছুঁয়ে সালাম করেন। এসময় কারও কারও মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়