শিরোনাম
◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ উত্তরার জসিমউদ্দিনে মাইক্রোবাসে আগুন ◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০১ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিতরা সংসদে যোগ দিয়েছেন

আসাদুজ্জামান সম্রাট : একাদশ সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে যোগ দিয়েছেন। গত ২০ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর  রবিবার তারা অধিবেশনে যোগ দেন। চারদিন বিরতির পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল পৌণে পাঁচটার দিকে অধিবেশন শুরু হওয়ার আগেই সংরক্ষিত আসনে নবনির্বাচিত এমপিরা নিজ নিজ আসন গ্রহণ করেন।

অধিবেশনে মাগরিবের নামাজের বিরতি দেওয়ার আগে স্পিকার শিরীন শারমিন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আজকের বৈঠকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি, সংসদীয় কার্যক্রমে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং তাদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে সংসদ আরও কার্যকর ও প্রাণবন্ত হবে।’ এসময় সংসদে উপস্থিত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সংরক্ষিত আসনের এমপিদের স্বাগত জানান।

এর আগে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের স্বাগত জানান।

৫০টি সংরক্ষিত আসনের মধ্যে এখন পর্যন্ত নির্বাচিত হয়েছেন ৪৯ জন। এরমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩, জাপার ৪, ওয়াকার্স পার্টির ১ এবং স্বতন্ত্র ১ জন মহিলা এমপি রয়েছেন। এরমধ্যে এবার একুশে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তফাও রয়েছেন। বাকি একটি আসন পাবে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আটজন সংসদ সদস্য এখনও শপথ নেননি, সংরক্ষিত মহিলা আসনে ঐক্যফ্রন্ট কাউকে মনোনয়নও দেয়নি।

এদিকে, অধিবেশন শুরুর আগে সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের অনেককেই দেখা গেছে নিজের আসনে বসে, দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলতে। কেউ কেউ গ্রুপে ছবিও তোলেন, ছবি তুলতে সাহায্য করেন অধিবেশন কক্ষে দায়িত্ব পালনকারী সংসদ সচিবালয়ের স্টাফরা। অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির সময় আওয়ামী লীগের নোনয়নে সংরক্ষিত আসনের মহিলা এমপিদের বেশ ক’জন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পা ছুঁয়ে সালাম করেন। এসময় কারও কারও মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়