শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচের দল ঘোষনা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অনুষ্ঠিত দুই দিনের গা গরমের ম্যাচের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে জায়গা পেয়েছেন কিউই অভিজ্ঞ পেসার অ্যাডাম মিলনে।
ইনজুরির থেকে ফিরে বিশ্বকাপের আগে নিজের সামর্থ্যের প্রমাণ দেয়ার সুযোগ পেয়েছেন ডানহাতি এই পেসার। জাতীয় দলের হয়ে সাদা পোশাকে এখনও অভিষেক না হলেও রঙিন পোশাকে বেশ অভিজ্ঞ মিলনে।

৪০টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তার উইকেট সংখ্যা যথাক্রমে ৪১টি এবং ২৫টি। এদিকে বেশকিছু তরুণ ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি ম্যাচের স্কোয়াড সাজিয়েছে স্বাগতিকরা।
তরুণ দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে লড়াই করবে নিউজিল্যান্ড, জানিয়েছেন কিউইদের নির্বাচক গ্যাবিন লারসেন। তার ভাষায়,

গত বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল থেকে বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে আমরা একটি শক্তিশালী দল সাজিয়েছি। তারা বাংলাদেশকে তিন ম্যাচ টেস্ট সিরিজের আগে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ভালোই প্রতিদ্বন্দ্বিতা করবে।
আগামী ২৩ ফেব্রুয়ারি (শনিবার) টাইগারদের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। মূল সিরিজের খেলা শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে।

নিউজিল্যান্ড একাদশ স্কোয়াড ঃ ভারত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, ম্যাক্স চু (উইকেট কিপার), ব্লেক কোবার্ন, অ্যান্ড্রু ফ্ল্যাচার, নিক কেলি, বেন লকরোজ, কেন ম্যাকক্লুওয়ার, অ্যাডাম মিলনে, এডওয়ার্ড নটাল, ডেল ফিলিপস, বেন সিয়ার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়