শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাসিমা খান মন্টি একদিন বেগম রোকেয়া হয়ে উঠবেন

সোহেল অমিতাভ : এবারের ২১ বইমেলা একদিন নির্মাণাধীন অবস্থায় এবং চলমান অবস্থায় ৮ তারিখে মাত্র ২ দিন পূণ্যদর্শনে সক্ষম হয়েছি। দ্বিতীয় দিনের মেলা দর্শন শেষে ফেরার পথে দেখা হলো ‘দৈনিক আমাদের অর্থনীতি’ পত্রিকার হবু শিক্ষানবিশের সঙ্গে। ‘খুশিতে আটখানা’ মুখ ভঙ্গি বিস্তার করে জানান দিলো, এইমাত্র উল্লেখিত পত্রিকায় ‘ইন্টারভিউ’ দিয়ে এলো এবং শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ পাবে বলে খুবই আশাবাদী। বইমেলার বইপত্র ভাবনাক্লিস্ট আমার মগজে হঠাৎ করেই তখন সংবাদপত্র জগতের ঢেউ এসে দোলা দিলো। একুশ শতাব্দীর উত্তরাধুনিক একুশের বইমেলা ও হার্ডকপি সংবাদপত্রের হাল-বেহাল নিয়ে ভাবনাতাড়িত হয়ে সাংবাদিকতায় উন্মুখ প্রজন্মটিকে শুভ কামনা করে ডেরায় ফিরে এলাম। পরদিনই ভোরে হকারকে ‘দৈনিক আমাদের অর্থনীতি’ সরবরাহের নির্দেশ দিলাম। ভেবেছিলাম হকার সরবরাহ করবে না। কারণ ৫-৬ বছর আগেও একই হকারকে একই নির্দেশ দেয়ায় মাত্র কয়েকদিন সেটা সরবরাহ করে রণেভঙ্গ দিয়েছিলো সে। তাছাড়া পত্রিকাটিকে তখন ‘কাঙাল হরিনাথ’ নাঈমুল ইসলাম খানের ছেলেখেলা বা সংবাদপত্র জগতের নতুন কোনো উদ্ভাবনী পরীক্ষা-নিরীক্ষা মনে হয়েছিলো। সে কারণে আকর্ষণীয় বিষয়ের দৈনিকটির কথা ভুলতে বসেছিলাম অথচ আবুল বারকাতের সঙ্গদোষে রাজনৈতিক অর্থনীতি আমার আগ্রহের শীর্ষে। তাই নতুন করে পত্রিকাটি হাতে পেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে লোম বাছতে কম্বল উদ্ধার করে ফেললাম। তথ্য প্রযুক্তির অনলাইন সংস্কৃতিতে সাধারণত যে হার্ডকপি পত্রিকাটি প্রাতঃক্রিয়ার বর্তমানের সঙ্গী, সেটার সঙ্গে পুরনো-নতুন এই ‘আমাদের অর্থনীতি’কে বোগলদাবা করে হাম্মাম ঘরে ঢুকে চক্ষু স্থির! রেজিস্টার্ড সম্পাদক হিসেবে দেখছি নারীর ক্ষমতায়ন! আমার কাঙাল হরিনাথ এবার প্রকাশক হিসেবেই সন্তুষ্ট। এছাড়া সংযুক্ত, ব্যবস্থাপনা, গ্রুপ প্রধান, সিনিয়র নির্বাহী, গ্রুপ যুগ্ম, জ্যেষ্ঠ বার্তা, উপবার্তা, প্রদায়ক, ক্রীড়া সম্পাদকসহ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ও বিশেষ সংবাদদাতার এক ঝুড়ি নির্বিষ ও বিষধর সংবাদপত্রসেবীর পসরায় সাজানো হয়েছে ‘ন্যানো দৈনিক’ এর উদ্ভাবকের সংবাদ সন্দেশ! যা প্রকাশিতব্য ৯ম ওয়েজ বোর্ডের জন্য সুখবরই বটে! ১৭ ফেব্রুয়ারি থেকে লক্ষ্য করছি ‘২য় সংস্করণ’ শুরু হয়েছে। পত্রিকাটির সংবাদ পরিবেশনের ‘মেকআপ’ খুবই উচ্চস্তরের বিউটিশিয়ানের কাজ, সেটা পড়তে গিয়েই উপকারভোগী হলাম। সচরাচর যা প্রচারনামূলক চটকদারিতে আচ্ছন্ন থাকে। ফেব্রুয়ারি মাসে ‘কলামে’র খাম্বা সরিয়ে ‘সারি’ ব্যবহারকে ধন্যবাদাহ্য! সব মিলিয়ে এভাবেই বইমেলা থেকে নতুন বই নয় ‘নতুন দৈনিক’ পাওয়া গেলো যা মূল প্রতিপাদ্য বিষয় এই ফেবু পোস্টের। আশাকরি কাঙাল হরিনাথের ‘গড়াই সভ্যতায়’ সম্পাদক নাসিমা খান মন্টি একদিন একদিন ‘বেগম রোকেয়া’ (এ দেশে নারী জাগরণের যে কোনো শাখার পথিকৃতের এটাই উপযুক্ত বিশেষণ) হয়ে উঠবেন এই অনাগত শুভকামনা রইলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়