আমিন মুনশি : বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে প্রকাশিত বেশ কয়েকটি ইসলামি পত্রিকা রয়েছে। দীর্ঘদিন থেকে পত্রিকাগুলো মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষকের মতো কাজ করে আসছে। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, ছাত্র ও গবেষকদের কাছে এই ইসলামি পত্রিকাগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। ধর্মীয় বিধি-বিধান, আচার-অনুষ্ঠান, নীতি-নৈতিকতা ও সমসাময়িক বিষয়গুলো নিয়ে প্রকাশিত হয়ে থাকে এই পত্রিকাগুলো। মুসলমানদের কৃতিত্ব, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে ইসলামিক পত্রিকাগুলোর অবদান অসামান্য। এমন কয়েকটি পত্রিকার পরিচয় তুলে ধরা হলো এখানে-
মাসিক আদর্শ নারী : ঢাকার পুরানা পল্টন থেকে নারীদের জন্য বের হলেও এটি এখন সব বয়সী নারী-পুরুষের কাছে একটি জনপ্রিয় পত্রিকা। প্রচারসংখ্যায় অনেক দৈনিককে পেছনে ফেলা এই পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী। এতে মাসয়ালা শিখি, গবেষণা প্রতিবেদন, তাত্তি¡ক প্রবন্ধ, পথ ও পাথেয়, দেশের সংবাদ, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিষয়ের ওপর প্রত্যেক মাসেই লেখা প্রকাশ হয়ে থাকে। এ ছাড়া গল্প, ধারাবাহিক উপন্যাস, ছোটদের বিভাগসহ বিভিন্ন বিষয় থাকে নিয়মিত। পত্রিকাটির বিনিময় মূল্য ২০ টাকা।
মাসিক আল কাউসার : এটি উচ্চতর গবেষণামূলক শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া ঢাকার মুখপত্র। পত্রিকাটি বাজারে আসে ২০০৫ সালে। এর সম্পাদকের দায়িত্বে আছেন মুফতি আবুল হাসান মুহাম্মদ আবদুল্লাহ। পত্রিকাটি বিভিন্ন বিষয়ে গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করে থাকে। সেই সঙ্গে একজন শিক্ষার্থীর কোন সময় কী করা উচিত, এসব বিষয়ে বিভিন্ন পরামর্শ থাকে। তাছাড়া পর্দানশীল নামে নারীদের জন্যও রয়েছে আলাদা একটি বিভাগ। পত্রিকাটির বিনিময় মূল্য ১৫ টাকা।
মাসিক মুঈনুল ইসলাম : ধর্ম ও তাহযীব বিষয়ক সাময়িকী এটি। এর সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন মুহাম্মদ সরওয়ার কামাল। ৪৮ পৃষ্ঠার পত্রিকাটিতে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা থাকে। পত্রিকাটি বর্তমানে ২৮তম বছর পার করছে। পত্রিকাটির বিনিময় মূল্য ১৫ টাকা।
[caption id="attachment_796554" align="alignleft" width="538"] ঢাকার বাইরেও বিভিন্ন স্থান থেকে প্রাতিষ্ঠানিকভাবে প্রকাশিত হয় অনেক ইসলামি ম্যাগাজিন[/caption]
মাসিক নেয়ামত : এই পত্রিকাটি ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের মুখপত্র। এর প্রতিষ্ঠাতা ছিলেন মুজাহিদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)। বর্তমানে সম্পাদকের দায়িত্বে আছেন মাওলানা আবদুল কুদ্দুছ। এতে নিয়মিত লিখে থাকেন দেশের বরেণ্য লেখক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা যাইনুল আবিদীনসহ অন্যান্য লেখক। পত্রিকাটির বিনিময় মূল্য ১৫ টাকা।
মাসিক অগ্রপথিক : ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সৃজনশীল একটি পত্রিকা। এটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সামীম মোহাম্মাদ আফজাল। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিগত তেত্রিশ বছর ধরে বের হচ্ছে এই পত্রিকা। এতে সময়োপযোগী বিভিন্ন প্রবন্ধ প্রকাশ করা হয়ে থাকে। পত্রিকাটিতে ড.আবদুল জলিল, মুফতি আবদুল্লাহ, অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খানসহ প্রসিদ্ধ অনেক লেখকেরা লিখে থাকেন। এর বিনিময় মূল্য ২০ টাকা।
মাসিক আল কলম : পুষ্প নামে বেশি পরিচিত এই পত্রিকার প্রাণ হচ্ছে ছোটরা। সম্পাদক মাওলানা আবু তাহের মিছবাহ ছোটদের লেখাগুলো সম্পাদনা করে প্রকাশ করেন। লেখালেখি শুরু করার জন্য একটি আদর্শ পত্রিকা বলা যায় এটি। পত্রিকাটির বিনিময় মূল্য ৫০ টাকা।
মাসিক রাহমানী পয়গাম : শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের (রহ.) প্রতিষ্ঠিত পত্রিকাটি বর্তমানে ২৫তম বর্ষ পার করছে। বর্তমানে সম্পাদনায় আছেন মাওলানা মুহাম্মদ মামুনুল হক। ৪৮ পৃষ্ঠার এই পত্রিকায় সমসাময়িক বিভিন্ন প্রবন্ধ ও নিবন্ধ লেখা হয়ে থাকে। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর বিশ্লেষণধর্মী লেখাও থাকে এতে। তা ছাড়া ছোটগল্প ও ধারাবাহিক উপন্যাসও থাকে। পত্রিকাটির বিনিময় মূল্য ১৫ টাকা। উল্লেখিত পত্রিকাগুলো ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা শহর, উপজেলা থেকে ইসলামের দাওয়াতের নিয়তে বের হচ্ছে নিয়মিত-অনিয়মিত অসংখ্য পত্রিকা ও ম্যাগাজিন। দ্বীনের সুবাতাস ছড়িয়ে দিতে এগুলোর প্রয়োজনীয়তা অপরিসীম।