শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ৪শ কোটি ডলারের স্মার্টফোন ব্যবসায়ের আশা করছে স্যামসাং

নূর মাজিদ : চলতি বছরের প্রথমার্ধে ভারতের বাজারে ৪শ কোটি ডলারের স্মার্টফোন করছে দক্ষিণ কোরিয় প্রযুক্তি কো¤পানি স্যামসাং। গত বৃহ¯পতিবার কো¤পানিটির এক শীর্ষ নির্বাহী এই তথ্য জানিয়েছেন। এনডিটিভি, এমএসএন, রয়টার্স
স্যামস্যাং ইন্ডিয়ার প্রধান মার্কেটিং অফিসার রণভিজিত সিং বলেন, চলতি বছরের প্রথম ছয়মাসের মধ্যে গ্যালাক্সি-এ সিরিজের যে ফোনগুলো বাজারে ছাড়া হবে তা বিক্রি করে করেই এই পরিমাণ ব্যবসায়ের আশা করা হচ্ছে। মান বা মডেল অনুযায়ী ১০ থেকে ৫০ হাজার রুপির মধ্যেই এই স্মার্টফোনগুলোর দাম নির্ধারণ করা হয়েছে।

‘আমরা এই ফোন বিক্রি করে বিপুল ব্যবসায়ের আশা করছি, যা ৪শ কোটি ডলারের বেশি হতে পারে।’ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এভাবেই নতুন পন্যের ব্যবসায় নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

গত বছরের মার্চ নাগাদ ভারতে ৩৭ হাজার ৩৫০ কোটি রুপির স্মার্র্টফোন বিক্রি করে স্যামসাং। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোনের বাজার । দেশটিতে প্রায় এক শ কোটি মোবাইল ফোন সংযোগ রয়েছে। এরমধ্যে ৩৫ কোটি মানুষ এখনো সাধারন ফোন ব্যবহার করেন। যার ফলে দেশটিতে স্মার্টফোনের ব্যবসা আরো বৃদ্ধি পাবে। ভারতের বাজারে ব্যবসায় বৃদ্ধি ও পণ্য উন্নয়নের লক্ষ্যে বেঙ্গালুরুতে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার বাহিরে এটি স্যামসাংয়ের সর্ববৃহৎ স্থাপনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়