শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ৪শ কোটি ডলারের স্মার্টফোন ব্যবসায়ের আশা করছে স্যামসাং

নূর মাজিদ : চলতি বছরের প্রথমার্ধে ভারতের বাজারে ৪শ কোটি ডলারের স্মার্টফোন করছে দক্ষিণ কোরিয় প্রযুক্তি কো¤পানি স্যামসাং। গত বৃহ¯পতিবার কো¤পানিটির এক শীর্ষ নির্বাহী এই তথ্য জানিয়েছেন। এনডিটিভি, এমএসএন, রয়টার্স
স্যামস্যাং ইন্ডিয়ার প্রধান মার্কেটিং অফিসার রণভিজিত সিং বলেন, চলতি বছরের প্রথম ছয়মাসের মধ্যে গ্যালাক্সি-এ সিরিজের যে ফোনগুলো বাজারে ছাড়া হবে তা বিক্রি করে করেই এই পরিমাণ ব্যবসায়ের আশা করা হচ্ছে। মান বা মডেল অনুযায়ী ১০ থেকে ৫০ হাজার রুপির মধ্যেই এই স্মার্টফোনগুলোর দাম নির্ধারণ করা হয়েছে।

‘আমরা এই ফোন বিক্রি করে বিপুল ব্যবসায়ের আশা করছি, যা ৪শ কোটি ডলারের বেশি হতে পারে।’ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এভাবেই নতুন পন্যের ব্যবসায় নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

গত বছরের মার্চ নাগাদ ভারতে ৩৭ হাজার ৩৫০ কোটি রুপির স্মার্র্টফোন বিক্রি করে স্যামসাং। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোনের বাজার । দেশটিতে প্রায় এক শ কোটি মোবাইল ফোন সংযোগ রয়েছে। এরমধ্যে ৩৫ কোটি মানুষ এখনো সাধারন ফোন ব্যবহার করেন। যার ফলে দেশটিতে স্মার্টফোনের ব্যবসা আরো বৃদ্ধি পাবে। ভারতের বাজারে ব্যবসায় বৃদ্ধি ও পণ্য উন্নয়নের লক্ষ্যে বেঙ্গালুরুতে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার বাহিরে এটি স্যামসাংয়ের সর্ববৃহৎ স্থাপনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়