শিরোনাম
◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও) ◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০২ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অল্প সংখ্যক চিকিৎসকের অবহেলার বদনাম সবাই নেবে না: স্বাস্থ্যমন্ত্রী

সুমন পাইক: অল্প সংখ্যক চিকিৎসকের অবহেলার বদনামের দায়ভার সব চিকিৎসক নেবে না। যারা দায়িত্বে অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠার পদক্ষেপ গ্রহন করা হবে। কারণ জনগনের করের টাকায় পড়াশুনা করে চিকিৎক হয়ে তাদের স্বাস্থ্য সেবার দায়িত্ব চিকিৎসকদের নিতে হবে বলে জানিয়েছেন জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক। মঙ্গলবার বিকালে রাজধানীর শহীদ ডা. মিলন মিলনায়তনে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) আযোজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

জাহিদ মালিক আরো বলেন, জেলা ও উপজেলায় কর্মরত চিকিৎসকদের আবাসন ও ট্রান্সপোর্ট সমস্যা সমাধানে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রত্যেক উপজেলায় গাড়ি কিনে দেয়া হচ্ছে। আটকে থাকা প্রমোশন আদেশ দ্রত বাস্তবায়ন করা হচ্ছে। ঘাটতি মেটাতে এবছরের মধ্যে আরও ১০ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে। চিকিৎসকদের নিরাপত্তায় স্বস্থ্য সুরক্ষা আইন করা হচ্ছে। ভালো ক্যারিয়ার প্ল্যানিংসহ চিকিৎসকদের সব ধরনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তাই সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। মনিটরিং ব্যবস্থ্যা জোরদারর করা হচ্ছে। কোন ধরনের অবহেলা সহ্য করা হবে না।

সেমিনারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেন, চিকিৎসকদের মানবিক হতে হবে। মানুষ যখন অসুস্থ হয় তখন সে অসহায় হয়ে চিকিৎসকদের ওপর ভরসা করে। মানুষের সেই ভরসা ও আস্থ্যার মুল্য দিতে চিকিৎসকদের আন্তরিক হওয়ার বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌছে দিতে কর্মক্ষেত্রে উপস্থিতি ও যথাযথ দায়িত্ব পালনের বিকল্প নেই।

বিএমএ‘র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য সফিকুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, বিএমএ‘র সাবেক সভাপতি ডা. রশিদ ই মাহবুব, বিএসএমএমইউর উপাচার্য ডা. কনক কান্তি বড়–য়া ও বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়