সাইদুর রহমান: স্বার্থ নিয়েই মানুষের জীবন। বেশীরভাগ ক্ষেত্রে ঝগড়ার মূল থাকে স্বার্থ নিয়ে রেষারেষি। ঝগড়া লাগলে আমাদের নবী সা. এর আদর্শ ছিল বিবাদ মিটিয়ে দেয়া। মিমাংসা করাই ছিল নবী সা. এর প্রিয় অভ্যাস। এ বিষয়ে হাদীসে এসেছে, সাহল ইবনু সা‘দ (রা.) হতে বর্ণিত যে, কুবা-এর অধিবাসীদের মধ্যে লড়াই বেধে গেল। এমনকি তারা পাথর ছোঁড়াছুঁড়ি শুরু করল। এ ব্যাপারে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে খবর দেয়া হলে তিনি বললেন, ‘চল যাই তাদের মধ্যে মীমাংসা করে দেই।’ (বুখারি, হাদীস নং ২৬৯৩)
মানুষের মধ্যে মীমাংসাকারী ব্যক্তি মিথ্যাবাদী নয় : উম্মু কুলসুম বিনতে ‘উকবাহ (রাঃ) হতে বর্ণিত যে, তিনি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছেন, সে ব্যক্তি মিথ্যাচারী নয়, যে মানুষের মধ্যে মীমাংসা করার জন্য ভালো কথা পৌঁছে দেয় কিংবা ভালো কথা বলে। বুখারি, হাদিস নং, ২৬৯২. (মুসলিম ৪৫/২৭ হাঃ ২৬০৫, আহমাদ ২৭৩৪১)