শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৩ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার সান্তাহারে পিকনিক বাসের চাপায় পিষ্ট হয়ে চালকল শ্রমিক নিহত

আরএইচ রফিক, বগুড়া : বগুড়ার সান্তাহারে পিকনিকের বাসচাপায় জিয়ারুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার বাইপাস নওগাঁ-বগুড়া সড়কের সখেরপল্লী নামের একটি পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল ইসলাম নওগাঁ শহরের চক-আবদাল গ্রামের তালেব সরদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং সান্তাহার বাইপাস সড়কের ইছামতি চাল কলে কাজ করতেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ারুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে বাইসাইকেল যোগে তার কর্মস্থল চালকলের উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে সান্তাহার বাইপাস নওগাঁ-বগুড়া সড়কের সখেরপল্লী নামের ওই পিকনিক স্পটের সামনে পৌছলে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ‘তিলকপুর ক্যাডেট মাদ্রাসা’ থেকে আগত ৩টি বাসের একটি পিকনিকের বাস অপর বাসকে ওভারটেক করার সময় সাইকেল আরোহী জিয়ারুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জিয়ারুল।
এসময় উত্তেজিত স্থানীয় জনতা সেখানকার বেশ কয়েকটি বাসকে আটক করে এবং ভাঙচুর করে। সান্তাহার পুলিশ ফাঁড়ির একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চত করে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়