নিজস্ব প্রতিবেদক : নিজেদের প্রথম প্রিমিয়ার লিগে উড়ছে নবাগত বসুন্ধরা কিংস। আসরের শুরু থেকেই জয়ের ধারায় আছে বসুন্ধরা কিংস। মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে নবাগত দলটি। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শনিবার বসুন্ধরা ৩-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে। এই নিয়ে টানা চার জয়ে ১২ পয়েন্ট তাদের।
ম্যাচের সপ্তম মিনিটে ডেনিয়েল কলিনদ্রেস সোলেরার তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন সুশান্ত ত্রিপুরা। ১৯তম মিনিটে জাপানের মিডফিল্ডার ইউসুকে কোতো স্পট কিকে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধে দারুণ খেলা বসুন্ধরা আরও দুই গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে নেয়। ৭০ মিনিটে মতিন মিয়া দলকে ফের এগিয়ে নেওয়ার চার মিনিট পর ব্যবধান বাড়ান কোস্টারিকার ফরোয়ার্ড সোলেরা।
শীর্ষে থাকা বসুন্ধরার সঙ্গে ১২ পয়েন্ট আবাহনী লিমিটেডেরও। তবে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা বসুন্ধরা কিংসের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে। পাঁচ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৬।