শিরোনাম
◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা ◈ কুমিল্লা-৪: হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল, অবৈধই থাকল বিএনপি প্রার্থীর

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৪ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবার আমরা একজনের ইনিংসের কাছে হেরে যাই : সাকিব

নিজস্ব প্রতিবেদক : ১৯৯ রানের বিশাল টার্গেটের ১৪১ রানই তামিমের, বাকিরা সবাই মিলে ৪৭ রান মাত্র! কোনো সন্দে ছাড়াই বলা যায় বিপিএলের ষষ্ঠ আসরের এই অবিস্মরণীয় ফাইনালে ঢাকা ডায়নামাইটস হেরেছে তাই তামিমের কাছেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবও তামিমের এই প্রশংসনীয় ইনিংসের কাছে যেন আত্মসমর্পণ করলেন।

গত আসরেও ফাইনালে গিয়ে হেরেছিল ঢাকা। সেবার ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন রংপুর রাইডার্সের ক্রিস গেইল। হতাশা প্রকাশ করে সাকিব বলেন, ‘অবশ্যই হতাশার। ফাইনালে এসে হেরে যাওয়া কষ্টকর। শেষ তিনটা ফাইনাল পর পর খেললাম। প্রথমটা জিতেছি, শেষের দুইটা হেরেছি।’

তবে তামিমের এমন দানবীয় ইনিংসের পর ঢাকার খুব বেশি কিছু যে করার ছিল না, জানালেও সেটিও, ‘এমন কারও ইনিংস থাকলে কিছুই করার থাকে না। গতবার গেইলের ১৪৬ রান, এবার তামিমের ১৪১ রানের কাছে হারলাম। তামিম তো অবিশ্বাস্য ইনিংস খেলেছে। প্রতিবার আমরা একজনের কাছেই হের যাই। দুইটা বিপিএলে গেইল ও তামিমের ইনিংস আমাদের হারের সবচেয়ে বড় কারণ। পরেরবার ফাইনাল খেললে চেষ্টা করতে হবে কেউ যেন এমন ইনিংস খেলতে না পারে।’

ম্যাচ হারের পেছনে সাকিব দেখছেন কয়েকটি কারণ। ঢাকা ডায়নামাইটসের ভালো শুরুর পরও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে ফেরার ব্যাপারে তিনি বলেন, ‘বেশ কয়েকটা টার্নিং পয়েন্ট ছিল। ওরা ১৯৯ রান করার পরও আমি জিততে আত্মবিশ্বাসী ছিলাম। শুরুটা আমরা পেয়েছিলাম। ১১ ওভারে আমাদের ১০২ রান ছিল ১ উইকেটে। বাকি ৮০ রান ৯ ওভারে ৯ উইকেট নিয়ে বেশিরভাগ দিনই জেতা সম্ভব।’

তবে থারাঙ্গার বিদায়ে দল পথ হারিয়েছিল জানিয়ে সাকিব নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে বলেন, ‘আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি থারাঙ্গাকে হারিয়ে। এরপর আমার আউট, রনির রান আউট অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। আজকের ম্যাচে আমি, পোলার্ড, রাসেল, নারিন মিলে ২০ রানও করতে পারিনি। আমরা হেরেছি হয়তো ১৭ রানে। আমাদের ওপরই যেহেতু দলটা অনেক নির্ভর করে। সেইদিক থেকে আমরা ব্যর্থ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়