শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৪ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবার আমরা একজনের ইনিংসের কাছে হেরে যাই : সাকিব

নিজস্ব প্রতিবেদক : ১৯৯ রানের বিশাল টার্গেটের ১৪১ রানই তামিমের, বাকিরা সবাই মিলে ৪৭ রান মাত্র! কোনো সন্দে ছাড়াই বলা যায় বিপিএলের ষষ্ঠ আসরের এই অবিস্মরণীয় ফাইনালে ঢাকা ডায়নামাইটস হেরেছে তাই তামিমের কাছেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবও তামিমের এই প্রশংসনীয় ইনিংসের কাছে যেন আত্মসমর্পণ করলেন।

গত আসরেও ফাইনালে গিয়ে হেরেছিল ঢাকা। সেবার ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন রংপুর রাইডার্সের ক্রিস গেইল। হতাশা প্রকাশ করে সাকিব বলেন, ‘অবশ্যই হতাশার। ফাইনালে এসে হেরে যাওয়া কষ্টকর। শেষ তিনটা ফাইনাল পর পর খেললাম। প্রথমটা জিতেছি, শেষের দুইটা হেরেছি।’

তবে তামিমের এমন দানবীয় ইনিংসের পর ঢাকার খুব বেশি কিছু যে করার ছিল না, জানালেও সেটিও, ‘এমন কারও ইনিংস থাকলে কিছুই করার থাকে না। গতবার গেইলের ১৪৬ রান, এবার তামিমের ১৪১ রানের কাছে হারলাম। তামিম তো অবিশ্বাস্য ইনিংস খেলেছে। প্রতিবার আমরা একজনের কাছেই হের যাই। দুইটা বিপিএলে গেইল ও তামিমের ইনিংস আমাদের হারের সবচেয়ে বড় কারণ। পরেরবার ফাইনাল খেললে চেষ্টা করতে হবে কেউ যেন এমন ইনিংস খেলতে না পারে।’

ম্যাচ হারের পেছনে সাকিব দেখছেন কয়েকটি কারণ। ঢাকা ডায়নামাইটসের ভালো শুরুর পরও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে ফেরার ব্যাপারে তিনি বলেন, ‘বেশ কয়েকটা টার্নিং পয়েন্ট ছিল। ওরা ১৯৯ রান করার পরও আমি জিততে আত্মবিশ্বাসী ছিলাম। শুরুটা আমরা পেয়েছিলাম। ১১ ওভারে আমাদের ১০২ রান ছিল ১ উইকেটে। বাকি ৮০ রান ৯ ওভারে ৯ উইকেট নিয়ে বেশিরভাগ দিনই জেতা সম্ভব।’

তবে থারাঙ্গার বিদায়ে দল পথ হারিয়েছিল জানিয়ে সাকিব নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে বলেন, ‘আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি থারাঙ্গাকে হারিয়ে। এরপর আমার আউট, রনির রান আউট অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। আজকের ম্যাচে আমি, পোলার্ড, রাসেল, নারিন মিলে ২০ রানও করতে পারিনি। আমরা হেরেছি হয়তো ১৭ রানে। আমাদের ওপরই যেহেতু দলটা অনেক নির্ভর করে। সেইদিক থেকে আমরা ব্যর্থ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়