শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৪ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবার আমরা একজনের ইনিংসের কাছে হেরে যাই : সাকিব

নিজস্ব প্রতিবেদক : ১৯৯ রানের বিশাল টার্গেটের ১৪১ রানই তামিমের, বাকিরা সবাই মিলে ৪৭ রান মাত্র! কোনো সন্দে ছাড়াই বলা যায় বিপিএলের ষষ্ঠ আসরের এই অবিস্মরণীয় ফাইনালে ঢাকা ডায়নামাইটস হেরেছে তাই তামিমের কাছেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবও তামিমের এই প্রশংসনীয় ইনিংসের কাছে যেন আত্মসমর্পণ করলেন।

গত আসরেও ফাইনালে গিয়ে হেরেছিল ঢাকা। সেবার ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন রংপুর রাইডার্সের ক্রিস গেইল। হতাশা প্রকাশ করে সাকিব বলেন, ‘অবশ্যই হতাশার। ফাইনালে এসে হেরে যাওয়া কষ্টকর। শেষ তিনটা ফাইনাল পর পর খেললাম। প্রথমটা জিতেছি, শেষের দুইটা হেরেছি।’

তবে তামিমের এমন দানবীয় ইনিংসের পর ঢাকার খুব বেশি কিছু যে করার ছিল না, জানালেও সেটিও, ‘এমন কারও ইনিংস থাকলে কিছুই করার থাকে না। গতবার গেইলের ১৪৬ রান, এবার তামিমের ১৪১ রানের কাছে হারলাম। তামিম তো অবিশ্বাস্য ইনিংস খেলেছে। প্রতিবার আমরা একজনের কাছেই হের যাই। দুইটা বিপিএলে গেইল ও তামিমের ইনিংস আমাদের হারের সবচেয়ে বড় কারণ। পরেরবার ফাইনাল খেললে চেষ্টা করতে হবে কেউ যেন এমন ইনিংস খেলতে না পারে।’

ম্যাচ হারের পেছনে সাকিব দেখছেন কয়েকটি কারণ। ঢাকা ডায়নামাইটসের ভালো শুরুর পরও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে ফেরার ব্যাপারে তিনি বলেন, ‘বেশ কয়েকটা টার্নিং পয়েন্ট ছিল। ওরা ১৯৯ রান করার পরও আমি জিততে আত্মবিশ্বাসী ছিলাম। শুরুটা আমরা পেয়েছিলাম। ১১ ওভারে আমাদের ১০২ রান ছিল ১ উইকেটে। বাকি ৮০ রান ৯ ওভারে ৯ উইকেট নিয়ে বেশিরভাগ দিনই জেতা সম্ভব।’

তবে থারাঙ্গার বিদায়ে দল পথ হারিয়েছিল জানিয়ে সাকিব নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে বলেন, ‘আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি থারাঙ্গাকে হারিয়ে। এরপর আমার আউট, রনির রান আউট অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। আজকের ম্যাচে আমি, পোলার্ড, রাসেল, নারিন মিলে ২০ রানও করতে পারিনি। আমরা হেরেছি হয়তো ১৭ রানে। আমাদের ওপরই যেহেতু দলটা অনেক নির্ভর করে। সেইদিক থেকে আমরা ব্যর্থ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়