শিরোনাম
◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৈল

হরপ্রসাদ শাস্ত্রী : তৈল যে কী পদার্থ, তা সংস্কৃত কবিরা কতক বুঝেছিলেন। তাদের মতে তৈলের অপর নাম ¯েœহ। বাস্তবিকও ¯েœহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় ¯েœহ করি, তুমি আমায় ¯েœহ করো অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়ে থাকি। ¯েœহ কী? যা ¯িœগ্ধ বা ঠা-া করে, তাই ¯েœহ। তৈলের ন্যায় ঠা-া করতে আর কিসে পারে?
সংস্কৃত কবিরা ঠিক বুঝেছিলেন। যেহেতু তারা সকল মানুষকেই সমানরূপে ¯েœহ করতে বা তৈল প্রদান করতে উপদেশ দিয়েছেন।
বাস্তবিকই তৈল সর্বশক্তিমান, যা বলের অসাধ্য, যা বিদ্যার অসাধ্য, যা ধনের অসাধ্য, যা কৌশলের অসাধ্য, তা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হতো পারে।
যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করতে পারে, সে সর্বশক্তিমান। তার কাছে জগতের সকল কাজ সোজা। তার চাকরির জন্য ভাবতে হয় না, উকিলিতে পসার করার জন্য সময় নষ্ট করিতে হয় না, বিনা কাজে বসে থাকতে হয় না, কোনো কাজেই শিক্ষানবিশ থাকতে হয় না।
যে তৈল দিতে পারবে তার বিদ্যা না থাকলেও সে প্রফেসর হতে পারে, আহাম্মক হলেও ম্যাজিস্ট্রেট হতে পারে, সাহসী না হলেও সেনাপতি হতে পারে এবং দুর্লভরাম হয়েও উড়িষ্যার গভর্নর হতে পারে।
তৈলের মহিমা অতি অপরূপ। তৈল না হলে জগতের কোনো কাজ সিদ্ধ হয় না। তৈল না হলে কল চলে না, প্রদীপ জ¦লে না, ব্যঞ্জন সুস্বাদু হয় না, চেহারা খোলে না, হাজার গুণ থাকুক তার পরিচয় পাওয়া যায় না, তৈল থাকলে তার কিছুরই অভাব থাকে না। সংক্ষেপিত

  • সর্বশেষ
  • জনপ্রিয়