আক্তারুজ্জামান : ফাইনালের উত্তাপটা ফাইনালের মতোই শুরু হয়েছে। এরকম ম্যাচ ঢাকার মাঠে এবারের আসরে দেখা যায়নি। দুশো ছোঁয়া স্কোর মিরপুরের মাঠে এবারের আসরে তো চোখেই পড়েনি। বিপিএলে দ্বিতীয়বার শিরোপা উঁচিয়ে ধরার লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ঢাকার বোলিং লাইনকে এলোমেলো করে দিয়েছেন তামিম ইকবাল। শুধু তাই নয়, ফাইনালেই পেয়েছেন এবারের আসরের শতকটি। তামিমের অনবদ্য ১৪১ রানের ইনিংসে ভর করে ঢাকা ডাইনামাইটসের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩টি উইকেট হারিয়ে ১৯৯ রানের পাহাড় গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা জিততে ঢাকার দরকার ২০০ রান।
টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা বোধহয় ভুল ছিল সাকিবের। শুরুতে এভিন লুইসকে (৬) ফিরিয়ে দিয়ে শুভ সূচনা করলেও পরে আর কোন সুযোগ পায়নি ঢাকা। আনামুল হককে নিয়ে ৮৯ রান এবং ইমরুল কায়েসকে নিয়ে ১০০ রানের জুটি গড়েছেন তামিম।
ইমরুলের সঙ্গে ১০০ রানের জুটিতে মাত্র ১৭ রান এসেছে ইমরুলের ব্যাটে। বাকি সব তামিমের ব্যাটে। তাছাড়া আনামুলকে নিয়ে ৮৯ রানের পথে ২৪ রান আনামুল এবং বাকি সব তামিম করেন। সব মিলিয়ে ৬১ বল খেলে ১৪১ রানে অপরাজিত ছিলেন তামিম। খেলেছেন ১০টি চার ও ১১টি ছয়। ঢাকার হয়ে রুবেল ও সাকিব একটি করে উইকেট নিয়েছেন।
আজকে ম্যাচ ঢাকার চতুর্থ এবং কুমিল্লার দ্বিতীয় শিরোপা জয়ের ম্যাচ। আগের পাঁচ আসরে ঢাকা তিনবার এবং কুমিল্লা একবার শিরোপা জয় করেছে। এর আগে গ্রুপ পর্বের দুটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ডাইনামাইটস ও ভিক্টোরিয়ান্সরা। যার দুটিতেই জিতেছিল সালাউদ্দিনের শিষ্যরা। প্রথমটিতে ৭ রানে জিতেছিল এবং দ্বিতীয় ম্যাচে ১ রানে জিতেছিল।
ঢাকা ডাইনামাইটস একাদশ : উপুল থারাঙ্গা, রনি তালুকদার, সাকিব আল হাসান, সুনীল নারিন, কিয়েরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মাহমুদুল হাসান, রুবেল হোসেন ও কাজী অনিক।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : এভিন লুইস, ইমরুল কায়েস, তামিম ইকবাল, আনামুল হক বিজয়, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, সাইফউদ্দিন, থিসারা পেরেরা, শাসুর রহমান, সঞ্জিত সাহা এবং মেহেদি হাসান।
খেলাটি সরাসরি দেখুন এখানে ......