শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যাশনাল এনকোয়ারের’এর বিরুদ্ধে ব্লাকমেইলের অভিযোগ তুললেন বেজোস

রাশিদ রিয়াজ : বিশে^র শীর্ষ ধনাঢ্য ব্যক্তি ও আমাজনের সিইও জেফ বেজোস ট্যাবলয়েড সাময়িকী ন্যাশনাল এনকোয়ারার’এর বিরুদ্ধে তার নগ্ন ছবি ছাপানোর হুমকি দিয়ে ব্লাকমেইলের অভিযোগ তুলেছেন। বেজোস এ ধরনের নগ্ন ছবি তার স্ত্রীকে না জানিয়ে বান্ধবী লরেন স্যানচেজকে পাঠিয়েছিলেন। জেফ বেজোস তার ব্যক্তিগত ব্লগে এব্যাপারে বিশদ ব্যাখ্যা দিয়ে বলেছেন ওই ট্যাবলয়েডটি তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। ৫৫ বছর বয়স্ক এই কোটিপতি ব্যবসায়ী সাময়িকীটি সম্পর্কে তার পত্রিকা ওয়াশিংটন পোস্ট তদন্তের জন্যে তৈরি ছিল।

ন্যাশনাল এনকোয়ারার বেজোস ও তার বান্ধবী লরেন স্যানচেজকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখাবে দাবি করা হয় গোপনেই তাদের এ সম্পর্ক ছড়িয়ে পড়ে। বেজোসের সম্পদের পরিমান ১৪ হাজার কোটি ডলার এবং লরেনের সঙ্গে সম্পর্ক জানাজানির পর তার স্ত্রী ম্যাকেঞ্জি তাকে ছেড়ে চলে যান। এবং তাদের এ ডাইভোর্সটি এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল হিসেবে রেকর্ড গড়েছে। বেজোস আরো অভিযোগ তুরে বলেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই ন্যাশনাল এনকোয়ারার তার নগ্ন ছবি ছাপিয়ে দেয়ার হুমকি দিয়েছিল। এছাড়া বেজোস তার ব্লগে এনকোয়ারার যে তার আইনজীবীর সঙ্গে গোপনে নগদ প্রদানের ব্যাপারে ইমেইল চালাচালি করে তাও প্রকাশ করেছেন। একই সঙ্গে বেজোস তার বান্ধবী লরেনের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ কিভাবে ফাঁস হয়েছে সে ব্যাপারেও তদন্ত করা হবে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়