শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা স্থানীয় সরকার উন্মুক্ত নির্বাচন ঘোষণা করার দাবি করছি বললেন শরীফ নূরুল আম্বিয়া

রফিক আহমেদ : বাংলাদেশ জাসদ এর সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেছেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন উন্মুক্ত ঘোষণা করার দাবি করছি। দলীয়ভাবে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হচ্ছে না। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানববন্ধনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, আমরা গনতন্ত্রের জন্য লড়াই করছি। আমাদের উদ্দেশ্য হলো জনগণ তাদের দাবি নিয়ে যেন হাজির হতে পারে। দলীয়ভাবে নির্বাচন করলে জনগণ তাদের কথা বলার সুযোগ পায় না। আমরা মনে করি, সরকার যে পথে চলছে তাতে গণতন্ত্র লক্ষ্যচ্যুত হচ্ছে। সকলের জন্য স্থানীয় সরকার নির্বাচন উন্মুক্ত করে দেয়া হোক। এর জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

জাসদ সাধারণ সম্পাদক বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, একইভাবে উপজেলা নির্বাচনও নাকি হবে। অনেকেই মনে করেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন টাকার বিনিময়ে হয়ে থাকে। আমি মনে করি- স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কাযুক্ত নির্বাচন হোক। নির্দলীয়ভাবে নির্বাচন হলে সকলে স্বাচ্ছন্দভাবে ভোট দিতে ও কাজ করতে পারবে। বর্তমানে সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছে- আমরা তার জন্য আওয়াজ তুলি স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হোক।

বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবদুস সালাম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জাসদ স্থায়ী কমিটির সদস্য ড. মোস্তাক হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়