শিরোনাম
◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা ◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা স্থানীয় সরকার উন্মুক্ত নির্বাচন ঘোষণা করার দাবি করছি বললেন শরীফ নূরুল আম্বিয়া

রফিক আহমেদ : বাংলাদেশ জাসদ এর সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেছেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন উন্মুক্ত ঘোষণা করার দাবি করছি। দলীয়ভাবে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হচ্ছে না। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানববন্ধনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, আমরা গনতন্ত্রের জন্য লড়াই করছি। আমাদের উদ্দেশ্য হলো জনগণ তাদের দাবি নিয়ে যেন হাজির হতে পারে। দলীয়ভাবে নির্বাচন করলে জনগণ তাদের কথা বলার সুযোগ পায় না। আমরা মনে করি, সরকার যে পথে চলছে তাতে গণতন্ত্র লক্ষ্যচ্যুত হচ্ছে। সকলের জন্য স্থানীয় সরকার নির্বাচন উন্মুক্ত করে দেয়া হোক। এর জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

জাসদ সাধারণ সম্পাদক বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, একইভাবে উপজেলা নির্বাচনও নাকি হবে। অনেকেই মনে করেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন টাকার বিনিময়ে হয়ে থাকে। আমি মনে করি- স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কাযুক্ত নির্বাচন হোক। নির্দলীয়ভাবে নির্বাচন হলে সকলে স্বাচ্ছন্দভাবে ভোট দিতে ও কাজ করতে পারবে। বর্তমানে সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছে- আমরা তার জন্য আওয়াজ তুলি স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হোক।

বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবদুস সালাম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জাসদ স্থায়ী কমিটির সদস্য ড. মোস্তাক হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়