শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা স্থানীয় সরকার উন্মুক্ত নির্বাচন ঘোষণা করার দাবি করছি বললেন শরীফ নূরুল আম্বিয়া

রফিক আহমেদ : বাংলাদেশ জাসদ এর সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেছেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন উন্মুক্ত ঘোষণা করার দাবি করছি। দলীয়ভাবে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হচ্ছে না। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানববন্ধনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, আমরা গনতন্ত্রের জন্য লড়াই করছি। আমাদের উদ্দেশ্য হলো জনগণ তাদের দাবি নিয়ে যেন হাজির হতে পারে। দলীয়ভাবে নির্বাচন করলে জনগণ তাদের কথা বলার সুযোগ পায় না। আমরা মনে করি, সরকার যে পথে চলছে তাতে গণতন্ত্র লক্ষ্যচ্যুত হচ্ছে। সকলের জন্য স্থানীয় সরকার নির্বাচন উন্মুক্ত করে দেয়া হোক। এর জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

জাসদ সাধারণ সম্পাদক বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, একইভাবে উপজেলা নির্বাচনও নাকি হবে। অনেকেই মনে করেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন টাকার বিনিময়ে হয়ে থাকে। আমি মনে করি- স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কাযুক্ত নির্বাচন হোক। নির্দলীয়ভাবে নির্বাচন হলে সকলে স্বাচ্ছন্দভাবে ভোট দিতে ও কাজ করতে পারবে। বর্তমানে সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছে- আমরা তার জন্য আওয়াজ তুলি স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হোক।

বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবদুস সালাম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জাসদ স্থায়ী কমিটির সদস্য ড. মোস্তাক হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়