শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা স্থানীয় সরকার উন্মুক্ত নির্বাচন ঘোষণা করার দাবি করছি বললেন শরীফ নূরুল আম্বিয়া

রফিক আহমেদ : বাংলাদেশ জাসদ এর সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেছেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন উন্মুক্ত ঘোষণা করার দাবি করছি। দলীয়ভাবে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হচ্ছে না। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানববন্ধনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, আমরা গনতন্ত্রের জন্য লড়াই করছি। আমাদের উদ্দেশ্য হলো জনগণ তাদের দাবি নিয়ে যেন হাজির হতে পারে। দলীয়ভাবে নির্বাচন করলে জনগণ তাদের কথা বলার সুযোগ পায় না। আমরা মনে করি, সরকার যে পথে চলছে তাতে গণতন্ত্র লক্ষ্যচ্যুত হচ্ছে। সকলের জন্য স্থানীয় সরকার নির্বাচন উন্মুক্ত করে দেয়া হোক। এর জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

জাসদ সাধারণ সম্পাদক বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, একইভাবে উপজেলা নির্বাচনও নাকি হবে। অনেকেই মনে করেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন টাকার বিনিময়ে হয়ে থাকে। আমি মনে করি- স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কাযুক্ত নির্বাচন হোক। নির্দলীয়ভাবে নির্বাচন হলে সকলে স্বাচ্ছন্দভাবে ভোট দিতে ও কাজ করতে পারবে। বর্তমানে সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছে- আমরা তার জন্য আওয়াজ তুলি স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হোক।

বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবদুস সালাম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জাসদ স্থায়ী কমিটির সদস্য ড. মোস্তাক হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়