শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪১ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী এঞ্জেলিনা জোলিকে রোহিঙ্গাদের সমর্থনে হলিউডে একটি বড় অনুষ্ঠান করার অনুরোধ জানালেন

আব্দুর রাজ্জাক : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সমর্থনে মার্কিন বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন যেমন নিউইয়র্কে ‘কনসার্ট ফর বাংলাদেশ’র আয়োজন করেছিলেন তেমনি পররাষ্ট্রমন্ত্রী মোমেন হলিউডের সুপারস্টার এঞ্জেলিনা জোলিকে রোহিঙ্গাদের সমর্থনে বড় একটি অনুষ্ঠানের আয়োজন করতে অনুরোধ জানিয়েছেন। কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে বুধবার এক বৈঠকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র এই বিশেষ প্রতিনিধিকে অনুরোধটি জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এধরনের বড় অনুষ্ঠানের মাধ্যমে বিশ^বাসী রোহিঙ্গাদের সাহায্যে আরো এগিয়ে আসতে অনুপ্রাণিত ও তৎপর হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জর্জ হ্যারিসনের কনসার্টের মাধ্যমে বিশ্ববাসী ওই মুক্তিসংগ্রামের পক্ষে ব্যাপক জনমত গড়ে তোলেন। ইউএনবি

মন্ত্রী বলেন, জোলিকে বলেছি, রোহিঙ্গাদের জন্য অনেক দেশ সাহায্যের কথা বললেও আশানুরূপ সহায়তা পাওয়া যায়নি।  রোহিঙ্গাদের জন্য এ বছরে ৯৫২ মিলিয়ন ডলার প্রয়োজন। এর মধ্যে দেশ ও সংস্থাগুলো ৪০ শতাংশের কম প্রতিশ্রুতি দিয়েছে। মোমেন বলেন, উত্তরে জোলি আমাকে বলেছেন, মিয়ানমার অপরাধ করেছে এবং এখন সময় এসেছে এর ভুল ত্রুটি সংশোধন করার।

এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা শরণার্থীদের অধিকার রক্ষার বিষয়ে আরো বেশি নজর দেয়ার ব্যাপারে আকৃষ্ট করতে ও সমস্যা সমাধানে ভূমিকা রাখতেও জোলিকে পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়