শিরোনাম
◈ বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না ইইউ ◈ সৌদি আরবে মাটির নিচে ২৪৪ টন সোনার খনির সন্ধান! ◈ ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসছে ◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি ◈ ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ◈ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় কৃষকের হাত কর্তন; পাঁচ জনের বিরুদ্ধে মামলা

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের হাত কর্তন ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সন্ধ্যায় কাকলী বেগম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয়েছে মো. ছালাম (৫০) নামে এক কৃষককে। তবে পুলিশ ঘটনার দিন রাতে ছালামের স্ত্রী নাসিমা বেগম (৩৫) কে আটক করেছে।

মামলা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখোলা গ্রামে কৃষক হুমায়ুনের গরুতে চাচাতো ভাই ছালামের সীম ক্ষেত খায়। এ নিয়ে হুমায়ুন ও ছালামের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ছালাম বাড়ী থেকে ধারালো চাপাতি এনে হুমায়ুনের উপর হামলা চালিয়ে তার বাম হাত বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় হুমায়ুনের ছোট ভাই সাইদুল (১৮) তাকে রক্ষা করতে গেলে তার উপরও হামলা চালানো হয়। এতে তার ডান হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার উন্নতি না হওয়ায় এ দুই সহোদরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা ।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.ইব্রাহিম সাংবাদিকদের জানান, একজন আসামি আটকের পর অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়