শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় কৃষকের হাত কর্তন; পাঁচ জনের বিরুদ্ধে মামলা

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের হাত কর্তন ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সন্ধ্যায় কাকলী বেগম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয়েছে মো. ছালাম (৫০) নামে এক কৃষককে। তবে পুলিশ ঘটনার দিন রাতে ছালামের স্ত্রী নাসিমা বেগম (৩৫) কে আটক করেছে।

মামলা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখোলা গ্রামে কৃষক হুমায়ুনের গরুতে চাচাতো ভাই ছালামের সীম ক্ষেত খায়। এ নিয়ে হুমায়ুন ও ছালামের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ছালাম বাড়ী থেকে ধারালো চাপাতি এনে হুমায়ুনের উপর হামলা চালিয়ে তার বাম হাত বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় হুমায়ুনের ছোট ভাই সাইদুল (১৮) তাকে রক্ষা করতে গেলে তার উপরও হামলা চালানো হয়। এতে তার ডান হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার উন্নতি না হওয়ায় এ দুই সহোদরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা ।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.ইব্রাহিম সাংবাদিকদের জানান, একজন আসামি আটকের পর অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়