শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় কৃষকের হাত কর্তন; পাঁচ জনের বিরুদ্ধে মামলা

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের হাত কর্তন ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সন্ধ্যায় কাকলী বেগম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয়েছে মো. ছালাম (৫০) নামে এক কৃষককে। তবে পুলিশ ঘটনার দিন রাতে ছালামের স্ত্রী নাসিমা বেগম (৩৫) কে আটক করেছে।

মামলা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখোলা গ্রামে কৃষক হুমায়ুনের গরুতে চাচাতো ভাই ছালামের সীম ক্ষেত খায়। এ নিয়ে হুমায়ুন ও ছালামের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ছালাম বাড়ী থেকে ধারালো চাপাতি এনে হুমায়ুনের উপর হামলা চালিয়ে তার বাম হাত বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় হুমায়ুনের ছোট ভাই সাইদুল (১৮) তাকে রক্ষা করতে গেলে তার উপরও হামলা চালানো হয়। এতে তার ডান হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার উন্নতি না হওয়ায় এ দুই সহোদরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা ।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.ইব্রাহিম সাংবাদিকদের জানান, একজন আসামি আটকের পর অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়