বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬জন। রোববার সকালে ঘটনাটি ঘটে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ঘোগা বটতলা এলাকায় । এসময় একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রন হারিয়ে অপর বিআরটিসি কোচকে ধাক্কা দিয়ে খাদে পড়ে অজ্ঞাতনামা হেলপার (৩৫)ঘটনাস্থলেই মারা যায়।
জানা যায়, জয়পুরহাট থেকে পাবনাগামী বিআরটিসি(ঢাকা মেট্রো-১১-১৬৬৯) কোচ গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় পৌছে বিকল হয়ে যায়। একই স্থানে ঢাকাগামী এসআই ট্রাভেলস(ঢাকা মেট্রো ব-১১-১৯৪৯) নিয়ন্ত্রন হারিয়ে মেরামতকারী বিআরটিসি কোচটিকে পিছন থেকে ধাক্কা দিলে উভয় কোচই মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এসআই ট্রাভেলসের হেলপার মারা যায় এবং অন্তত ৬ জন আহত হয় বলে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. রতন হোসেন জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তি হেলপার বা যাত্রী কিনা তা নিশ্চিত করা যায়নি বলে হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল নন্দি জানান।