শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৬ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে দারুস সালাম জোনের আলোচনা সভা

সুজন কৈরী : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের উদ্যোগে ‘পুলিশ সেবা সপ্তাহ-২০১৯’ এর বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় দারুস সালাম থানা এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট অভিনেতা এম. খালেকুজ্জামান, চিত্র নায়ক জায়েদ খান, অভিনেতা আফজাল শরীফ, নাট্য অভিনেতা মিশু সাব্বির, স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে পুলিশের সেবার মান বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে গৃহীত পদক্ষেপ, বিগত বছরগুলোতে অর্জিত সাফল্য, পুলিশি সেবা কার্যক্রম সম্পর্কে জনগনকে অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাহাঙ্গীর আলম উপস্থিত সকলকে বিডি পুলিশ হেল্প লাইন, জাতীয় জরুরী সেবা ৯৯৯, আইজিপি কমপ্লেইন সেল, নারী ও শিশু বান্ধব পুলিশিং সেবা, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, উঠান বৈঠক, সাইবার ক্রাইম, ভিকটিম সাপোর্ট সেন্টার, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা, ইমিগ্রেশন পুলিশের আধুনিকায়ন, সিটিটিসি, সোয়াট, সিডিএমএস, সিআইএমএস, মাদক নির্মূল ও জঙ্গিবাদ রোধকল্পে বিভিন্ন কার্যক্রমসহ বিভিন্ন সেবা সংক্রান্ত বিষয়ে সকলকে অবগত করেন এবং পুলিশি সেবার মান বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট অভিনেতা এম. খালেকুজ্জামানসহ অন্যান্য অতিথিরা বাংলাদেশ পুলিশের সেবার মান সম্পর্কে ভ‚য়সী প্রশংসা করেন। এরপর পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন স্লোগানে সকলে একাত্বতা প্রকাশ করে দারুস সালাম থানা এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়