শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৬ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে অ্যাডভোকেট আসাদোজ্জামানের ২য় মৃত্যু বার্ষিকী পালন

খন্দকার শাহিন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদোজ্জামান এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার ১ ফেব্ররুয়ারি নরসিংদী জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী সদরের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এর সভাপত্বিতে স্মরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য আনোয়ার আশরাফ খান দীলিপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ জহিরুল হক মোহন, নারায়নগঞ্জ-২(আড়াইহাজার)আসনের সংসদ নজরুল ইসলাম বাবু, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল সহ নরসিংদী জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে আসাদোজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

একইদিন প্রয়াত এ নেতার গ্রামের বাড়ীতে নজরপুর ইউনিয়নের নোয়াবআলি গাজী উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে প্রয়াত আসাদোজ্জামান এর কন্যা সায়মা ইসলাম ইভার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী সদরের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) এর এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল উল মুনির।

উল্লেখ্য, অ্যাডভোকেট আসাদোজ্জামান ২০১৭ সালে ১লা ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত আসাদোজ্জামান দুই বার জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তিতে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন এবং প্রথম অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়