রবিন আকরাম: ইন্দোনেশিয়ায় প্রকাশ্যে দুই কিশোর-কিশোরী আলিঙ্গন করায় শাস্তি হিসেবে কিশোরীকে চাবুক পেটা করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা২৪ এর তথ্য মতে, দেশটির আচে নামক স্থানে শাস্তি প্রদানের ঘটনাস্থলে মানুষের ভিড় ছিল লক্ষণীয়।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার এই স্থানে মদ্যপান, বিবাহ বহির্ভূত সম্পর্ক, জুয়া এসবের অপরাধ রুখতে শরিয়ত আইন মেনে চলা হয়৷ এই শাস্তির মাধ্যমে অপরাধীদের পাশাপাশি অন্যান্যদেরও বার্তা দেওয়া হয় যে, নিয়মের অন্যথা করলে তাকেও এই ধরণের নির্মম অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে৷