শিরোনাম
◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেনাইসের বিপক্ষে সহজ জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে রোববার রাতে নিজেদের ঘরের মাঠে রেনাইসের বিপক্ষে ৪-১ গোলে জেতে টমাস টুখেলের দল।

ম্যাচের সপ্তম মিনিটে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় পিএসজি। ফরাসি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বের রক্ষণচেরা পাস ডি মারিয়া নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের বাইরে ক্রস বাড়ান। আর হেডে গোলরক্ষককে পরাস্ত করেন কাভানি। ২৮তম মিনিটে সতীর্থের পাস গোলমুখে পেয়ে ব্যাকহিলে বল জালে পাঠান সেনেগালের ফরোয়ার্ড এমবায়ে নিয়াং। তাতে সমতায় আসে রেনাইস।

দ্বিতীয়ার্ধে শিরোপাধারীদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি পয়েন্ট তালিকায় দশম স্থানে থাকা দল রেন। ১১ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। ৬০তম মিনিটে নিজেদের সীমানা থেকে অধিনায়ক চিয়াগো সিলভার উঁচু করে বাড়ানো বল ধরে একা ডি-বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে জালে পাঠিয়ে দলকে ফের এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া। এর ছয় মিনিট পর প্রতিপক্ষের ভুলে ইউলিয়ান ড্রাক্সলার বল পেয়ে বাড়ান এমবাপেকে। কোনাকুনি শটে ব্যবধান বাড়ান ফরাসি এই ফরোয়ার্ড।

৭১তম মিনিটে এমবাপে-কাভানির দারুণ বোঝাপড়ায় চতুর্থ গোলের দেখা পায় পিএসজি। ড্রাক্সলারের পাস পেয়ে শট নিতে পারতেন এমবাপে, তাকে রুখতে এগিয়ে যান গোলরক্ষক। সেই সুযোগে নিজে শট না নিয়ে বল বাড়ান কাভানিকে। ফাঁকা জালে বল ঠেলে দেন তিনি।

এ নিয়ে ২০ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৫৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়