শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৭:০১ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনি মিছিল থেকে ফেরার পথে বাসচাপায় আ.লীগ নেতা নিহত, আহত ১২

বাংলা ট্রিবিউন :  বাগেরহাটে নির্বাচনি মিছিল থেকে বাড়ি ফেরার পথে বাসচাপায় কামাল হোসেন নামে আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাইনবোর্ড-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার যশোরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত কামাল হোসেন (৩৮) বাধাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি কচুয়া উপজেলার যশোরদি গ্রামে। আহতদের ছয়জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—রাসেল, পারভেজ, আবির, বায়জিদ, নুরুল ইসলাম ও হাসিব। খবর পেয়ে বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় আহতদের দেখতে হাসপাতালে যান। ঘাতক বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাগেরহাট থেকে মোড়েলগঞ্জের দিকে যাচ্ছিল খান ইন্টারপ্রাইজ-৩ নামের একটি যাত্রীবাহী বাস। বাসটি যশোরদি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আওয়ামী লীগের নির্বাচনি মিছিল থেকে ঘরে ফিরতে থাকা নেতাকর্মীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়