Skip to main content

ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা শুরু

অনলাইন ডেস্ক : আজ বুধবার সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।\\ বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মঙ্গলবার বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।\ \ তিনি বলেন, আমরা বুধবার হজরত শাহজালাল (র.) ও শাহ পরাণ (র.) এর মাজারে ফাতেহা পাঠের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করব।\ \ নজরুল জানান, ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আবদুর রব ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ তাদের জোটের আরও কয়েকজন নেতা সিলেট গিয়ে প্রচারণা শুরু করবেন।\ \ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।\ \ আরএ

অন্যান্য সংবাদ