শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ০২:৩৮ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে কুচক্রীমহল: মির্জা ফখরুল

মনিরুল ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি "কুচক্রীমহল" বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে। তিনি স্পষ্ট করে বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনার হরণ করা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

আজ রোববার (৬ জুলাই ২০২৫) সকালে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ঐকমত্য প্রতিষ্ঠায় বিএনপি আগ্রহী। এজন্যই দলের প্রতিনিধিরা যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন।

তিনি জানান, "জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আগেই আমাদের মতামত দিয়ে দিয়েছি। এরপর এ বিষয়ে আর কোনো আলোচনা হয়নি। তবে বিএনপি আলোচনার জন্য প্রস্তুত।"

বিএনপি মহাসচিব আরও বলেন, "রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল করার প্রস্তাব সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এমন কোনো প্রয়াসে সমর্থন না জানিয়ে আমরা বরং সংস্কার প্রক্রিয়াকে সহযোগিতা করছি।"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অতিরিক্ত ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, তেমনি নির্বাচিত সরকার ও সংসদকে ক্ষমতাহীন করলেও রাষ্ট্র ভঙ্গুর হয়ে পড়ে। আমরা যেন এই ঐতিহাসিক মুহূর্তে দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করি।"

সংবাদ সম্মেলন শুরু করার আগে মির্জা ফখরুল 'আমার দেশ' পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক জানান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বিভিন্ন কমিশনে বিএনপির অবস্থান:

মির্জা ফখরুল প্রতিটি সংস্কার কমিশনের বিষয়ে বিএনপির অবস্থান বিস্তারিত তুলে ধরেন:

পুলিশ সংস্কার কমিশন: র্যা ব বিলুপ্তিসহ অধিকাংশ প্রস্তাবে ঐকমত্য হয়েছে, তবে কমিশনের আলোচনায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে ওঠেনি।

দুদক সংস্কার কমিশন: ৪৭টি সুপারিশের মধ্যে ৪৬টিতে বিএনপি একমত হয়েছে। কেবল ২৯ নম্বর সুপারিশে ভিন্নমত, যেখানে তারা আদালতের অনুমতি ছাড়াই তদন্তের প্রস্তাবের বিরোধিতা করেছে।

জনপ্রশাসন সংস্কার কমিশন: ২০৮টি সুপারিশের মধ্যে ১৮৭টিতে একমত, ৫টিতে আংশিক একমত এবং ১১টিতে ভিন্নমত।

বিচার বিভাগীয় সংস্কার কমিশন: ৮৯টি সুপারিশের মধ্যে ৬২টিতে একমত, ৯টিতে আংশিক এবং ১৮টিতে যুক্তিসহ ভিন্নমত। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত সকল প্রস্তাবে বিএনপি একমত।

নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন: ২৪৩টি সুপারিশের মধ্যে ১৪১টিতে একমত, ১৪টিতে আংশিক একমত এবং ৬৪টিতে সংশোধনীসহ একমত। ২৪টি সুপারিশে একমত হয়নি।

সংবিধান সংস্কার কমিশন: ১৩১টি সুপারিশে দফাওয়ারি মতামত দিয়েছে বিএনপি। '৭০ অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে তারা ছাড় দিয়েছে। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা (আর্টিকেল ৪৯), তত্ত্বাবধায়ক সরকার, ন্যায়পাল আইন, সংসদীয় আসন সীমানা সংশোধন ও হাইকোর্ট বেঞ্চ নিয়েও বিএনপি সম্মত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়