আমিরুল ইসলাম : খ্যাতনামা বিশ^বিদ্যালয়ে পড়ার কারণে প্রত্যাশার চাপ খুব বেশি হওয়ায় বান্ধবী আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন একজন আত্মহত্যাকারীর বন্ধু আকিদুল ইসলাম।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার বান্ধবী খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলো। সে খুব বেশি কথাবার্তা বলতো না। সবসময় চুপচাপ থাকতে পছন্দ করতো। তাই নিজের ভেতর চেপে রাখা কষ্ট সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ক্যারিয়ার প্রেসার কারো কাছে উপস্থাপন করতে না পারায় সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কারো কাছে তার হতাশার কথা শেয়ার করতে না পারার কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে জানায় আত্মহত্যাকারীর বন্ধু আকিদুল ইসলাম।
বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যা করার প্রবণতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার কারণে শিক্ষার্থীদের মধ্যে দ্রুত সময়ে খ্যাতি অর্জন করা বা কর্মক্ষেত্রে জড়িত হওয়ার একটা প্রবণতা রয়েছে। বিশ^বিদ্যালয় জীবন শেষ হওয়ার পর যখন অল্প সময়ের মধ্যে কর্মক্ষেত্রে প্রবেশ করতে না পারে, তখন শিক্ষার্থীদের মধ্যে গভীর হতাশার জন্ম হয়। সেই হতাশাবোধ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন বলে জানান তিনি।