শিরোনাম
◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৮, ০৪:৩৯ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্চাকাক্সক্ষাই আত্মহত্যার কারণ : আকিদুল ইসলাম

আমিরুল ইসলাম : খ্যাতনামা বিশ^বিদ্যালয়ে পড়ার কারণে প্রত্যাশার চাপ খুব বেশি হওয়ায় বান্ধবী আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন একজন আত্মহত্যাকারীর বন্ধু আকিদুল ইসলাম।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার বান্ধবী খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলো। সে খুব বেশি কথাবার্তা বলতো না। সবসময় চুপচাপ থাকতে পছন্দ করতো। তাই নিজের ভেতর চেপে রাখা কষ্ট সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ক্যারিয়ার প্রেসার কারো কাছে উপস্থাপন করতে না পারায় সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কারো কাছে তার হতাশার কথা শেয়ার করতে না পারার কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে জানায় আত্মহত্যাকারীর বন্ধু আকিদুল ইসলাম।

বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যা করার প্রবণতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার কারণে শিক্ষার্থীদের মধ্যে দ্রুত সময়ে খ্যাতি অর্জন করা বা কর্মক্ষেত্রে জড়িত হওয়ার একটা প্রবণতা রয়েছে। বিশ^বিদ্যালয় জীবন শেষ হওয়ার পর যখন অল্প সময়ের মধ্যে কর্মক্ষেত্রে প্রবেশ করতে না পারে, তখন শিক্ষার্থীদের মধ্যে গভীর হতাশার জন্ম হয়। সেই হতাশাবোধ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়