সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ (মৌলভীবাজার) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি। মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ২য় বারের মতো দলীয় মনোনয়ন পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান হাজী মুজিব।
সোমবার (২৬ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াকে দু'টি আসনে বগুড়া (৬ ও ৭) প্রার্থী করার মধ্য দিয়েই দল মনোনীতদের চিঠি হস্তান্তর শুরু হয়। আলাপকালে কমলগঞ্জ পৌর যুবদলের আহবায়ক ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন বলেন,মৌলভীবাজার -৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে হাজী মুজিবকে ঐক্যফ্রন্টের পার্থী করায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে তিনি ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন,জনগনের স্বতঃপুর্ত ভোটের মাধ্যমে গণতন্ত্রের মা জননী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। এদিকে হাজী মুজিবের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় খবরে নির্বাচনী এলাকা কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ উল্লাস প্রকাশ করতে থাকেন। কোথাও কোথাও সমর্থকরা একে অপরকে মিষ্টিমুখ করান।