মাহফুজ নান্টু, কুমিল্লা থেকে : কুমিল্লা ৫ (বুড়িচং- ব্রাহ্মনপাড়া ) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক আইনমন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপি। এ খবরে উপজেলা ছাত্রলীগ একটি আনন্দ মিছিল বের করে।
জানা যায়, আজ রোববার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৫(বুড়িচং- ব্রাহ্মনপাড়া) আসনের মনোনয়ন দেয়া হয়। তবে এ আসন থেকে মনোনয়ন পেতে আওয়ামী লীগের দলীয় ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে। আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি কুমিল্লা ৫ আসনের প্রার্থীদের মনোনয়নপত্ররে কাগজপত্র যাচাই বাছাই শেষে সাবেক আইনমন্ত্রী এড. আবদুল মতিন খসরুকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পত্র হাতে তুলে দেন।
এ খবরে বুড়িচং উপজেলা ছাত্রলীগ উপজেলার ভরাসার বাজার এলাকায় একটি আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলের নেতৃত্ব দেয় ছাত্রলীগ নেতা শাহারিয়ার হিমু।মিছিলটি ভরাসার বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। আনন্দ মিছিলে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের অংশগ্রহণ করে।