শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৮, ১০:১৩ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৮, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী, সংখ্যালঘু, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাজনীতি করবে বিকল্পধারা

শিহাবুল ইসলাম : বিকল্পধারা বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য মাহি বি. চৌধুরী বলেছেন, নারী, ধর্মীয় সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাজনীতি করবেন। তিনি বলেন, এছাড়া একটি আধুনিক, অগ্রগামী এবং নতুন নান্দনিক ধারার রাজনীতির জন্ম দিবে তাদের দল।

পুনর্গঠিত বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকের পর দলটির প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন মায়া-বি'তে বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহি বি চৌধুরী বলেন, আওয়ামীলীগের মহাজোট ও বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন আরেকটি জোট, এই দুটো জোটের মধ্যে যে প্রতিহিংসার রাজনীতি সেখান থেকে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার উদার, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাজনীতি করতে এরা ব্যার্থ হয়েছে। বিকল্পধারা বাংলাদেশের তরুন প্রজন্মকে সাথে নিয়ে আগামীর পথে এগিয়ে যাবে।

এসময় জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকটি দাবির সাথে সহমত পোশন করে তিনি বলেন, সরকারের কাছে আমরা দাবি জানাই একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। ইভিএম ব্যাবহার করাকে মানবো না, নির্বাচনের সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ারসহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং রাজনৈতিক মামলায় যে সকল নেতা- কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত চুড়ান্ত কোনো সিদ্বান্ত বিকল্পধারা নিবে না।

বৈঠকের ৩টি সিদ্বান্ত জানিয়ে মাহি বলেন, আগামী শুক্রবার বাড্ডার নির্বাচনী কার্যালয়ে নবগঠিত যুবধারা, শ্রমজীবী ধারা এবং সেচ্ছাসেবক ধারা একটি জনসভায় আয়োজন করা হয়েছে। তারা সেখানে আসবেন। সেই জনসভায় বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতা কর্মী আমাদের সাথে যোগ দিবেন। প্রেসিডিয়াম বৈঠকে রাজনৈতিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া শমশের মবিন চৌধুরীকে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসিডিয়াম সদস্য মাহি বি চৌধুরীর নেতৃত্বে দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলামকে সাথে নিয়ে দেশের ৩০০ নির্বাচনী আসনে বর্তমান রাজনৈতিক অবস্থা, বিভিন্ন দলের অবস্থা এবং ৯১, ৯৬, ২০০১, ২০০৮ সালের নির্বাচনী ফলাফলের বিশ্লেষণসহ এজটি রিপোর্ট আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রেসিডিয়ামের সভায় উপস্থাপনের জন্য বলা হয়েছে।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিকল্পধারা কারো বিরুদ্ধে রাজনীতি করে না। ঐক্যফ্রন্টে ফিরে আসার ব্যপারে আমাদের মনভাব আগের মতই আছে। স্বাধীনতা বিরোধীদের বাদ দিয়ে ভারসাম্যের রাজনীতি করলে যে কারোর সাথেই আমাদের জোট করার ক্ষেত্রে আলোচনা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়