শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:২৮ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার কিছু হলে সারা দেশে আগুন জ্বলবে: কাদের

আহমেদ জাফর: যারা ঢাকা অচল করতে চায় তারা নিজেরাই অচল হয়ে যাবে, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের মধ্যে কোনো বিশূঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে কিছু করতে চাইলে সারা দেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর আরামবাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কর্মসূচিতে সেতুমন্ত্রী  আরো বলেন, ষড়যন্ত্র কারীরা বসে নেই ঢাকাকে অচল করার জন্য হুমকি ধামকি দিচ্ছে।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের কর্মসূচির মধ্যে ছিলো কোরআন খানি, রক্তদান, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।

আওয়ামী লীগ যুবলীগকে প্রস্তত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আবারো বিএনপি তার দোসররা দেশের মধ্যে বিশৃঙ্খলার করে অচল করার হুমকি দিয়েছে, তাহলে আমরা কি ঘরে বসে ঢুকঢুকি বাজানো। এই দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আপনারা প্রস্তুত হন।

আগামী সপ্তাহে থেকে আমরা ঘরে ঘরে যেয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জনগণকে সচেতন করবো এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট চাইবো।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ের আলহাজ্ব সাঈদ খোকন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আরিফ খান, জয় যুবলীগের সাধারণ সম্পাদক, হারুনুর রশীদ প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়