শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:২৮ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার কিছু হলে সারা দেশে আগুন জ্বলবে: কাদের

আহমেদ জাফর: যারা ঢাকা অচল করতে চায় তারা নিজেরাই অচল হয়ে যাবে, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের মধ্যে কোনো বিশূঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে কিছু করতে চাইলে সারা দেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর আরামবাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কর্মসূচিতে সেতুমন্ত্রী  আরো বলেন, ষড়যন্ত্র কারীরা বসে নেই ঢাকাকে অচল করার জন্য হুমকি ধামকি দিচ্ছে।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের কর্মসূচির মধ্যে ছিলো কোরআন খানি, রক্তদান, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।

আওয়ামী লীগ যুবলীগকে প্রস্তত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আবারো বিএনপি তার দোসররা দেশের মধ্যে বিশৃঙ্খলার করে অচল করার হুমকি দিয়েছে, তাহলে আমরা কি ঘরে বসে ঢুকঢুকি বাজানো। এই দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আপনারা প্রস্তুত হন।

আগামী সপ্তাহে থেকে আমরা ঘরে ঘরে যেয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জনগণকে সচেতন করবো এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট চাইবো।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ের আলহাজ্ব সাঈদ খোকন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আরিফ খান, জয় যুবলীগের সাধারণ সম্পাদক, হারুনুর রশীদ প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়