শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলন সফল হলে তারপর নির্বাচন : মওদুদ

শিমুল মাহমুদ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার নয়াপল্টনে ভাসানী ভবনে দলের প্রয়াত নেতা আ স ম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় ঐক্যের মধ্যদিয়ে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি এবং আগামী নির্বাচনে অংশগ্রহন নিশ্চিত করবে বিএনপি।

নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ বলেন, ১লা অক্টোবর থেকে আমাদের কর্মসূচি শুরু। তাই সবাইকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। রাজপথে নেমে কর্মসূচি সফল করতে হবে। আন্দোলন সফল হলে তারপর নির্বাচন হবে।

তিনি বলেন, আমরা গণতন্ত্রমনা সব দলের সঙ্গে একটি জাতীয় ঐক্য তৈরিতে কাজ করছি। দ্রুত এটি সফল হবে।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, সরকার যদি আবারও ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে চায়, তাহলে সেটি তাদের দিবাস্বপ্ন। এ দেশের জনগণ ভোটারবিহীন কোনো নিবাচনের ষড়যন্ত্র সফল হতে দেবে না।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারকাজ কারাগারে চলার বিষয়ে মওদুদ বলেন, কত বড় প্রতিহিংসা খালেদা জিয়ার প্রতি। জেলখানায় আদালত বসিয়ে সেখানে বিচারকাজ পরিচালনা করছে। যেটা কল্পনাতীত। আমাদের সংবিধানে আছে, কারো বিচারকাজ চললে সেটি হবে উন্মুক্ত। কিন্তু সেটি না করে সরকার বেআইনিভাবে কারাগারে আদালত বসিয়ে খালদা জিয়ার মামলার বিচারকাজ চালাচ্ছে।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিষয়ে মওদুদ বলেন, তিনি একটি অমর রায় লিখে গেছেন। এ রায় সরকার গ্রহণ করতে পারেনি বলে তাকে চলে যেতে হয়েছে। সরকার একদিকে বলে স্বাধীন বিচার বিভাগের কথা, অন্যদিকে তারা বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। এটি সরকারের দ্বৈতনীতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়