শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৭ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় বর্জ্রপাতে ২ জন নিহত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার  বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে বর্জ্রপাতে মিলু (২৭) নামক এক গৃহবধূ নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার  দিকে এঘটনা ঘটে। নিহত গৃহবধূর   স্বামীর নাম হলো মামুন মিয়া। বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করার সময় সে হঠাৎ বজ্রপাতে নিহত হন বলে পরিবার সূএে জানা যায়।
এর আগে অপর আরেক ঘটনায় দুপুর দেড়টার দিকে জেলার  বাঞ্ছারামপুরে  সবুজ মিয়া (২২) নামক এক যুবক বর্জ্রপাতে নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার খাসনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। এ সময় বর্জ্রপাতের ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রর্তক্ষদর্শীরা জানায়, দুপুরে জমিতে কাজ করার সময় আর্কষ্মিক আকাশে বর্জ্রপাত শুরু হলে হঠাৎ সবুজ মিয়া মাটিতে লুটে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এসময় তার সাথে থাকা দুইজন আহত হয়। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়