তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অস্ত্র ও মাদকসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার কসবা পৌর এলাকার কালিকাপুর থেকে তাকে গ্রেফতার ব্যক্তি হলেন লোকমান হোসেন (২৫)।
সে ওই এলাকার হুমায়ূন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, লোকমান একজন তালিকাভুক্ত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে লোকমানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি দেশিয় তৈরি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ ও ১০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও মাদক আইনে গ্রেফতার দেখিয়ে লোকমানকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পূর্ব থেকেই তার বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে।