শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৬ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তকমা ঝুলিয়ে দিয়েছেন, ৫ ভাগ লোকের চাকরিও হয় নাই: তাসমিয়া প্রধান

রফিক আহমেদ: জাগপার সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে সাড়ে ৪ কোটি বেকার যুবকের ভাগ্যে মাদকের তকমা ঝুলিয়ে দিয়েছেন। ৫ ভাগ লোকের চাকরিও হয় নাই। দেশে ৪ কোটি যুবক বেকার। সাড়ে ৩ কোটি পরিবার অর্ধাহারে দিন কাটাচ্ছে। অগণিত যুবককে গুম-খুনের শিকার হতে হয়েছে। সুতরাং যুবকদের ব্যালট হবে গণতন্ত্র রক্ষার বুলেট।

রোববার বিকাল সাড়ে ৩ টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে যুব জাগপা’র সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অশুভ পরিকল্পনা যুবকরাই রুখবে সরকার প্রধানকে এমন হুঁশিয়ারি দিয়ে তাসমিয়া প্রধান বলেন, ইভিএম বুঝি না, জনগণের ভোট জনগণই দেবে। জনগণের ভোট নিয়ে প্রতারণা করার পরিণাম হবে ভয়াবহ।

যুব জাগপার নবনির্বাচিত সভাপতি আরিফুল হক তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপা’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন, ইনসান আলম আক্কাস, রাশেদ প্রধান, ঢাকা মহানগর যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু ও যুব নেতা রিয়াজ খান প্রমুখ।

এদিকে, রোববার সকাল ১১ টায় মরহুম শফিউল আলম প্রধানের বনানী কবরস্থানে জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে যুব জাগপার নবনির্বাচিত কমিটি শ্রদ্ধা নিবেদন করেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় জাগপার সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান সপ্তাহব্যাপী সফরে পঞ্চগড় নির্বাচনী গণসংযোগের উদ্দেশ্যে রওয়ানা হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়