শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমানে ব্রেকে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন ২০০ আরোহী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০১:৪৯ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা, আটক ৫ 

সুজন কৈরী : রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে। রোববার দিবাগত রাতে নিহত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদি হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা (নং ৩৩) দায়ের করেছেন।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক বলেন, মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে মামলার এজহারে দুর্ঘটনার জন্য জাবালে নূর বাসের চালক ও চালকের সহকারীকে দায়ী করা হয়েছে।

তিনি জানান, র‌্যাব কয়েকজনকে আটক করেছে। তাদের এখন (রাত ৮টা) পর্যন্ত পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে তাদের মামলায় গ্রেফতার দেখানো হবে।

এদিকে এ ঘটনায় জড়িত ৩টি বাসের ৩ জন চালক ও ২ জন হেলপারকে আটক করেছে র‌্যাব-১। বরগুনা ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সোমবার জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, ঘটনার পরপরই পলাতক বাসচালক ও হেলপারকে আটকের জন্য অভিযান শুরু করে র‌্যাব। এরই প্রেক্ষিতে বরগুনা থেকে জাবালে নূর পরিবহণের বাসের (ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭) চালক মো. মাসুম বিল্লাহকে আটক করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঘাতক ওই বাসটির হেলপার মো. এনায়েত ও ঘটনায় জড়িত ঢাকা মেট্রো ব-১১-৭৬৫৭ নম্বর বাসের চালক মো. জুবায়ের ও ঢাকা মেট্রো ব-১১-৭৫৮০ নম্বর বাসের চালক মো. সোহাগ এবং হেলপার রিপনকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়