শিরোনাম
◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৪:২৪ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বেড়েছে আত্মহত্যার পরিমাণ

মাহাদী আহমেদ : বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে যুক্তরাষ্ট্র ও তার পার্শ্ববর্তী দেশ মেক্সিকোতে আত্মহত্যার পরিমাণ বেড়েছে বলে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে।

সোমবার প্রকাশিত এ প্রতিবেদনটিতে বলা হয়, তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে আগামী ২০৫০ সালের মধ্যে এ দুই দেশে প্রতিবছর আরো প্রায় ২১ হাজারটি আত্মহত্যার ঘটনা ঘটবে।

গবেষণা প্রতিবেদনটির প্রধান মার্শাল বার্ক এক বিবৃতিতে বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে

আত্মহত্যা বৃদ্ধির ব্যাপারটি কেবল মাত্র কোনও সংখ্যা বৃদ্ধি নয়, এটা দেশজুড়ে তাদের পরিবারের দু:খজনক ক্ষতির দিকটিও প্রদর্শন করে।

তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আত্মহত্যার পরিমাণ ১.৪ শতাংশ ও মেক্সিকোতে ২.৩ শতাংশ বৃদ্ধি পাবে।

বিজ্ঞানীরা অনেক দিন ধরেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সাথে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির সম্পর্ক নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে, তবে এর সঠিক কারণ এখনও উদঘাটিত হয়নি।

গবেষণা পরিচালনার সময় গবেষকেরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও মেক্সিকোর বিভিন্ন শহরের অধিবাসীদের বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পূর্বে ও পরের আত্মহত্যার সংখ্যা তুলনা করে এ বিষয়টিতে একমত হয়েছেন।

এছাড়াও তারা সামাজিক যোগাযোগের মাধ্যম সমূহে হতাশা, একাকিত্ব, অবসাদ, আত্মহত্যা ইত্যাদি শব্দের ব্যাবহার ও তাপমাত্রার তথ্য-উপাত্ত নিয়ে তুলনা করেও এর মাঝে সম্পর্ক খুজেঁ পেয়েছেন।

তারা গবেষণায় দেখেছেন, বিশ্বের যে সকল স্থানে তাপমাত্রা বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সে সকল স্থানে বসবাসকৃত লোকজনের মাঝে আত্মহত্যা ও হতাশায় ভোগার পরিমাণও বিশ্বের অন্যান্য স্থানের চেয়ে বেশি লক্ষ্য করা গেছে। - আনাদলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়