শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৮, ১২:০৯ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৮, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির পর নির্বাচন : দুদু

কায়েস চৌধুরী : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আগে খালেদা জিয়ার মুক্তি পরে নির্বাচন। বেগম খালেদা জিয়া রাজনৈতিকভাবে বন্দি। এই রাজনৈতিক মামলার মীমাংসা করতে হবে এবং তাকে জেল থেকে বের করতে হবে। তার মুক্তির মধ্য দিয়েই দেশে স্বাভাবিক পরিস্থিতি আসবে এবং স্বাভাবিক পরিস্থিতি আসলেই তারপরে নির্বাচনের প্রশ্ন উঠবে।

বুধবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শহীদ শাহজাহানের ১৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৯০’র গণঅভ্যুত্থান এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে সুজন স্মৃতি পরিষদ।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, আমরা যেভাবে আন্দোলন করছি এভাবে ওই (নির্দলীয়) নির্বাচনকালীন সরকার আনা যাবে না। আর সরকার যদি স্বেচ্ছায় না দেয় তাহলে কি হবে? বাংলাদেশের রাজনীতিতে এবং পাকিস্তানি জামানায় কোনো কিছু সহজে এসেছে আমার তা মনে হয় না, রাজনৈতিক ইতিহাসে সেটা নেই। আন্দোলন ছাড়া কোনো কিছু কি অর্জিত হয়েছে? সুষ্ঠু নির্বাচন পেতে গেলে আন্দোলন করেই পেতে হবে, সেই আন্দোলনের মাধ্যমে এ সরকারকে আলোচনার টেবিল আনতে হবে।

খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনের কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, সম্প্রতি গাজীপুর ও খুলনার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কোনো কিছু করতে হয় নাই, সব কাজ হয়েছে পুলিশের মাধ্যমে। এ অবস্থা থেকে দেশের পরিবর্তন চাইলে আমাদেরকে আন্দোলন করতেই হবে।

নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে কৃষকদলের এই সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম জিয়া ছাড়া কেউ নির্বাচনের কথা ভাবলে ভাবতে পারেন, এতে মনে হয় না বেশি একটা কাজ হবে আপনাদের।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারে ছিলেন না, তিনি দলের একটি পদে ছিলেন। তাকে একটার পর একটা মামলা দেয়া হয়েছে। এবার যদি আমরা আন্দোলনে ব্যর্থ হই তাহলে বাংলাদেশে গণতন্ত্রের কোনো সম্ভাবনা থাকবে না। এজন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হই। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা বা গণতন্ত্র প্রতিষ্ঠা আর যা কিছুই করি না কেন তার জন্য দরকার আন্দোলন। তার আগে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে বের করে নিয়ে আসি। তিনি বের হলে ভালো কিছু হবে, তাছাড়া হবে না।

কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়