শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ০৩:০৩ রাত
আপডেট : ৩০ জুন, ২০১৮, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের ৯০ শতাংশ খরচ দিয়েছে দক্ষিণ কোরিয়া

নূর মাজিদ: দক্ষিণ কোরিয়ার পিয়ংতায়েকে নতুন মার্কিন ঘাঁটি নির্মাণে অর্থায়ন করায় দেশটির সরকার এবং জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল ভিনসেন্ট কে ব্রুকস। শুক্রবার দক্ষিণ কোরিয়ার অর্থে পিয়ংতায়েকে নির্মিত মার্কিন নতুন মার্কিন ঘাঁটি উদ্বোধনকালে তিনি একথা জানান। এই ঘাঁটি এখন থেকে দেশটিতে অবস্তিত মার্কিন সেনাদের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হবে। এবং এটি যুক্তরাষ্ট্রের বাহিরে বিদেশের মাটিতে অবস্থিত সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি। রাজধানী সিউল থেকে এই ঘাঁটি মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।

উদ্বোধনের সময় জেনারেল ব্রুকস বলেন, ‘নতুন এই ঘাঁটি নির্মাণে ১০ বছর সময় লেগেছে এবং এটি নির্মাণে ১০.৮ বিলিয়ন ডলার খরচ হয়েছে। আর এই অর্থের ৯০ শতাংশ খরচ করেছেন দক্ষিণ কোরিয়ার সরকার। যুক্তরাষ্ট্র আপনাদের এই উদারতা কখনোই ভুলবেনা। আপনাদের এই ৯০ ভাগ অর্থের বিনিময়ে আমরা আপনাদের সঙ্গে শতভাগ সহযোগিতা অব্যাহত রাখব।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোরিয় উপদ্বীপে মোতায়েনকৃত ২৮,৫০০ জন মার্কিন সেনার সিংহভাগ ব্যয় বহন করবার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান। সেসময় তিনি বলেন, এতো ব্যয়বহুল সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য শুধু নয় দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার জন্যেও আবশ্যক। তাই সিউলের উচিৎ এই সমস্ত ব্যয়ের জন্য আরো বেশি পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া।

তবে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সরকার উভয়েই দেশটিতে অবস্থিত মার্কিন সেনাদের পেছনে ঠিক কি পরিমাণ অর্থ তারা প্রত্যকে ব্যয় করে সেই হিসেব দিতে অস্বীকৃতি জানিয়েছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়