শিরোনাম
◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ প্রতিবেশী দেশের দালালি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না: গয়েশ্বর ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ নির্বাচন কমিশন মিথ্যা বলছে: রিজভী ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৮ জুন, ২০১৮, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ট্রাক ভর্তি কেমিকেল মিশ্রিত সুপারিসহ আটক ২, অর্থদন্ড

জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ট্রাক ভর্তি ৬৫ বস্তা কেমিকেল মিশ্রিত সুপারিসহ দুইজনকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: শাহাজান আলি। সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে বুধবার বিকেলে তাদের আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তারা আর সুপারিতে কেমিকেল মিশাবেনা মর্মে মুছলেকা নেওয়া হয়। এ সময় জব্দকৃত সুপারিগুলো সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোলার দিয়ে বিনষ্ট করা হয়। সুপারিগুলোর বাজার মুল্য প্রায় সোয়া দুই লাখ টাকা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আটককৃতরা হলেন, সদর উপজেলার চর মন্ডল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. বাবুল হোসেন ও দালাল বাজার এলাকার ইদ্রিছ মিয়ার ছেলে মো. বেলাল হোসেন।

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: শাহাজান আলি জানান, সুপারিতে কেমিকেল মিশ্রিত অবস্থায় তাদের হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত সুপারিগুলো রোলার দিয়ে বিনষ্ট করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়