শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০৮:৫১ সকাল
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বয়ফ্রেন্ড’ সিনেমা দিয়ে নায়ক রুপে তাসকিন রহমান

মহিব আল হাসান : শাপলা মিডিয়ার প্রযোজনায় 'বয়ফ্রেন্ড' সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্বপ্রকাশ করছেন 'ঢাকা অ্যাটাক' খ্যাত ভিলেন তাসকিন রহমান। গতকাল সিনেমাটির একটি গানে অংশগ্রহণ করছেন তাসকিন রহমান। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়িকা সৌমী। এ বিষয়ে 'বয়ফ্রেন্ড' সিনেমার পরিচালক নিরঞ্জন বিশ্বাস বলেন, সিনেমাটির গল্প একদম ভিন্ন ধাঁচের। একজন ভালো ক্রিকেটারের প্রেমের গল্প নিয়ে এটি তৈরি হচ্ছে।

সিনেমাটির গল্প নিয়ে পরিচালক আরও বলেন, ‘এক সময় অনেক ভালো ক্রিকেট খেলত তাসকিন। তার দাপটেই মাঠে কেউ দাঁড়াতে পারত না। তবে ইদানীং তার আর খেলায় মন নেই। সে একটি মেয়ের প্রেমে পড়েছে। আর এ কারণে এখন আর সে খেলতে চায় না। মেয়েটির বাড়ির আশপাশে খেলা হলে তার খেলতে সমস্যা নেই। তবে অন্য একটা শহরে খেলতে হবে শুনলেই সে আর খেলতে চায় না। বিষয়টি নিয়ে তার এলাকায় কানাঘুষা শুরু হয়। এভাবেই ছবিটির গল্প এগিয়ে যাবে। গতকাল সাভারের গল্ফক্লাবে ছবির গানের মাধ্যমে শুটিং শুরু হয়। গানটিতে কোরিওগ্রাফি করছেন এ কে আজাদ। তাসকিন রহমান একটি সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন।

এবার তাকে নায়ক চরিত্রে নিয়ে আসার প্রসঙ্গে জানতে চাইলে ছবির পরিচালক নিরঞ্জন বিশ্বাস বলেন, ‘আমাদের ফ্লিমে অনেকে শুরু।করেছেন নায়ক হয়ে তারা আবার পরবর্তীতে খল চরিত্রে অভিনয় করে ডাপটের সাথে অভিনয় করছেন। তাসকিনের বিষয়ে যদি বলি সে একটি সিনেমাতে অভিনয় করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। তার কাজ দেখে মনে হয়েছে সে নায়ক চরিত্রেও কাজ করে অনেক ভালো করবে। তাই এই ছবিতে তাকে নায়ক হিসেবে নিয়ে কাজ করছি। শুটিং প্রসঙ্গে বলেন, ‘আমরা সাভারে গল্ফক্লাবে শুটিং শুরু কর‍লাম। এরপর কাজ করব গাজীপুরে। তারপর ২৪ তারিখ এফডিসিতে শুটিং করার জন্য ভেবেছি। এই মাসের মধ্যে আমরা গানের শুটিং শেষ করব।আগামী মাসের ১ তারিখ থেকে আমরা সিলেট ও ঢাকায় ছবির সিক্যুয়েন্সের কাজ শুরু করব। আমরা টানা শুটিং করে ছবিটি শেষ করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়